Skip to content

আগামী তিনদিন বাংলার একাধিক জেলাতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গ : আবহাওয়ার খবর

গত কয়েকদিন থেকে দেশের পশ্চিমাংশের তিনটি রাজ্য যথা মহারাষ্ট্র ,গোয়া ,কর্ণাটক এ লাগাতার অতিবৃষ্টির কারণে নাজেহাল। এমনকি এসব এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে ধীরে ধীরে বৃষ্টি কমছে। এই অবস্থায় আবহাওয়া দপ্তর সর্তকতা জারি করেছে দক্ষিণবঙ্গের এলাকাগুলি কে। কারণ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় দক্ষিণবঙ্গের নদী গুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। জুলাই মাসের শেষ তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

•আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 28 শে জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর জেরে 27 জুলাই থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টি শুরু হতে পারে যা আগামী 30 জুলাই পর্যন্ত চলতে পারে।

•ইতিমধ্যে 27 জুলাই এর জন্য আবহাওয়া দপ্তর হলুদ সর্তকতা জারি করেছে। পুরুলিয়া ,বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া

আবহাওয়া

• আগামী 28 ও 29 জুলাই ভারী থেকে অতি অতি ভারী বর্ষণের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই দুইদিন কমলা সর্তকতা জারি করা হয়েছে।উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 7-20 cm বৃষ্টিপাত হতে পারে। এবং কলকাতা ,হুগলি ,হাওড়া ,পশ্চিম মেদিনীপুর, নদিয়া ,পূর্ব বর্ধমান এ 7-11 cm বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

•আগামী 30 জুলাই এর জন্য আবহাওয়া দপ্তর হলুদ সর্তকতা জারি করেছে। এইসময় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন নদীগুলির জলস্তর বাড়বে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।