বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে অনেক গুণী শিল্পীরাই নিজেদের মজবুত জায়গা করে নিয়েছেন। সেই তালিকায় কিশোর কুমার (Kisore Kumar) থেকে শুরু করে শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) উপস্থিত রয়েছেন। অনেক কিংবদন্তি শিল্পীরাই আছেন যারা আজ না ফেরার দেশে চলে গেছেন। তবে তাদের কার্যকলাপ আজও আমাদের মনে বাঁচিয়ে রেখেছে তাদের স্মৃতি। বহুকাল থেকেই বলিউডে বাঙালীদের (Bengali Artist) রাজত্ব শুরু হয়েছিল। আজও এই ইন্ডাস্ট্রিতে বাঙালিদের সৃজনশীলতাকে কুর্নিশ জানানো হয়। বাঙালি শিল্পীদের প্রশংসা পঞ্চমুখ হয়ে থাকে বলিউড ইন্ডাস্ট্রি।
আজও বাঙলার অনেক প্রতিভাশীল শিল্পীরা বলিউডে গিয়ে খ্যাতি অর্জন করছেন আর এই তালিকায় যার নাম আগে আসে তিনি হলেন গানের রাজা অরিজিৎ সিং (Arijit Shing)। এই গায়কের কন্ঠের যাদুতে মুহুর্তের মধ্যে সকলের মন জুড়িয়ে যায়। তবে তার কেরিয়ারের প্রথম প্রথম অনেকেই জানত না এই জনপ্রিয় গায়ক প্রকৃত বাঙালি।
অরিজিৎ সিং (Arijit Shing) আজকের প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় গায়কের তালিকায় প্রথম হওয়া সত্ত্বেও তিনি সব সময় মাটির মানুষ হয়েই থেকেছেন। সফলতার চূড়ায় পৌঁছেও তার কোনো অহংকার নেই। সাধারণ মানুষের মতোই তিনি জীবনযাপন করেন। অরিজিৎ সিং’কে (Arijit Shing) নিয়ে এক পরিচালক তার দুর্দান্ত একটি অভিজ্ঞতা দর্শকদের কাছে প্রকাশ করেছিলেন। তবে আপনারা কি জানেন এই শীর্ষস্থানীয় গায়কের প্রকৃত সম্পত্তির পরিমাণ কত (Assets of Arijit Singh)?
অরিজিৎ-এর (Arijit Shing) ভক্তরা সকলেই জানেন তার কোনও আর্থিক চাহিদা নেই। তবে প্রত্যেকে নির্দিষ্ট কাজের একটা যোগ্য পারিশ্রমিক অবশ্যই প্রয়োজন আর সেই নিরিখেই অরিজিৎ নিজের সম্পত্তির পরিমাণ অন্যান্য সুপারস্টার অভিনেতা অভিনেত্রীদের তুলনায় অনেক গুণ বেশি। কোনো সিনেমায় একটি গান গাইলে অরিজিৎ সিং ২২ থেকে ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তবে যদি ওই সিনেমাটি একের অধিক গান গাইতে হয় তাহলে পারিশ্রমিকের পরিমাণ কমার বদলে বারবে এটাই স্বাভাবিক। সুতরাং এই অতুলনীয় (Arijit Shing Remuneration) গায়ক শিল্পীর সম্পত্তির পরিমাণ এর কাছে অনেক সুপারস্টারের সম্পত্তির পরিমাণ যথেষ্ট কম।
অন্যান্য সঙ্গীত শিল্পীদের মত অরিজিৎ সিং (Arijit Shing) খুব বেশি কনসার্ট করেন না। কিন্তু যখন করেন তখন যে পরিমাণ পারিশ্রমিক তিনি নেন তা শুনলে অনেকেই অবাক হবেন। এই কারণেই বর্তমানে ফোবসের তালিকায় ২৬ নম্বরে স্থান এই গায়কের। ভক্তরা সবসময় তার উপর নজর রাখেন। বিশেষত কোথায় তার শো হচ্ছে তা নিয়ে কয়েক মাস আগে থেকেই উত্তেজনা শুরু হয়ে যায় শ্রোতাদের মধ্যে।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে জানা গেছে, ২০১৭ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪৩ কোটি টাকারও বেশি। তবে বর্তমান সময়ে সেই সম্পত্তির পরিমাণ ৫০ কোটি টাকা। যদিও ২০১৯ সালে ক্যানবি লাইফস্টাইল-এর রিপোর্ট অনুযায়ী, এই গায়কের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭১.০৫ কোটি টাকা। বর্তমানে অরিজিৎ সিং প্রতি মাসে ৪ থেকে ৫.৮ কোটি টাকা উপার্জন করেন। এত পরিমাণ সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও তিনি যেভাবে সাধারণ জীবন যাপন করে তা প্রত্যেককেই খুবই অনুপ্রেরণা যোগায়।