Skip to content

সিনিয়র সিটিজেনদের জন্য দুর্দান্ত স্কিম! এই সরকারি প্রকল্প দেবে ৭.৪ শতাংশ রিটার্ন

ফিক্স ডিপোজিট হলো সমস্ত সিনিয়র সিটিজেনদের জন্য একটি আশা ও ভরসা। সারা জীবনের অর্জিত সঞ্চয় অবসর জীবনে যাতে কাজে লাগে সে কারণেই ফিক্স ডিপোজিট করা। তবে চিন্তা তখনই বেড়ে যায় যখন ফিক্স ডিপোজিটের সুদের হার কমে যায়। করোনা দেশের অর্থব্যবস্থাকে কম জোর করে দিয়েছে। এই পরিস্থিতিতে সরকার ফিক্স ডিপোজিটের সুদের হার কমানোর পরিকল্পনা করছে। আর এতে দেশের প্রবীণ নাগরিকরা চিন্তিত। তাই সরকার দেশের প্রবীণ নাগরিকদের চিন্তা দূর করতে চালু করতে চলেছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই নতুন স্কিম টি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সিনিয়র সিটিজেনদের সেভিংস স্কিম এর আওতায় প্রবীর নাগরিকরা চাইলে বড় অঙ্কের টাকা জমা করতে পারবে এবং 7.4% সুদ পাবেন। যদিও এটি সূত্রের খবর। 55 থেকে 60 বছরের উর্ধ্বে যে কোন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। এই প্রকল্পে কেবলমাত্র ভলেনন্টারি রিটারমেন্ট নিলে তবেই তারা বিনিয়োগ করতে পারবেন। শুধু সাধারণ প্রবীণ নাগরিক নয় জানা যাচ্ছে 50 বছরের উর্ধ্বে অবসরপ্রাপ্ত সেনা জওয়ান রাও এই প্রকল্পের সুবিধা পাবে।

সিনিয়র সিটিজেনদের

সিনিয়র সিটিজেনদের

এই প্রকল্পের একাউন্ট খুলতে হলে গ্রাহককে কমপক্ষে 1000 টাকা জমা রাখতে হবে। গ্রাহক সর্বোচ্চ 15 লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারবে এই প্রকল্পের আওতায়। এছাড়া ব্যাংক এর তরফ থেকেই স্ত্রীর সাথে জয়েন্ট একাউন্ট খোলার সুবিধা দেওয়া হচ্ছে। বছরের এপ্রিল জুলাই-অক্টোবর এবং জানুয়ারি মাসের প্রথম বিজনেস ডে তে গ্রাহকরা সুদ পাবেন। অন্যান্য যে কোন প্রকল্পের তুলনায় এই প্রকল্পে যথেষ্ট বেশি সুদ দেওয়া হচ্ছে। এই প্রকল্পে ম্যাচিউরিটি সময় হল পাঁচ বছর। পরে তা তিন বছর আরো বাড়ানো যেতে পারে।

তবে কোনো বিশেষ কারণবশত যদি গ্রাহক দু বছর আগেই অ্যাকাউন্টটি বন্ধ করতে চায় সে ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ 1.5% চার্জ কেটে নেবে। এবং যদি দু’বছর পর অ্যাকাউন্ট বন্ধ করা হয় সে ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে 1% চার্জ কাটা হবে।