Skip to content

জিও-কে টেক্কা দিতে এয়ারটেলকে সঙ্গী করে মাঠে নামছে গুগোল, করলেন কোটি ডলার বিনিয়োগ

ভারতীয় টেলিকম জগতে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে গুগোল (google)। ভারতের টেলিকম কোম্পানি এয়ারটেল (airtel) এর সাথে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের গুগল এবার ভারতে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করতে চলেছে। গুগোল প্রায় 1 বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চলেছে এয়ারটেলে।

Jio

এয়ারটেলের সাথে গুগলের এই গাঁটছাড়া রিলায়েন্স জিও(Reliance jio) কে যথেষ্ট অস্বস্তি তে ফেলতে চলেছে। কারণ তারা রিলায়েন্স জিও কে সরাসরি টক্কর দিতে চলেছে। টেলিকম জগতে একচেটিয়া ব্যবসা করে চলেছে রিলায়েন্স জিও। কিন্তু এবার গুগল ও এয়ারটেলের সংযুক্তিকরণ রিলায়েন্স জিও কে সমস্যায় ফেলতে পারে।

Google

Equity deal and tie up এর মাধ্যমে আগামী পাঁচ সাত বছরের মধ্যে গুগোল তার ডিজিটালাইজেশন খাত থেকে এই বিশাল অংকের টাকা বিনিয়োগ করতে চলেছে। গুগলের এই ঘোষণা শেয়ার মার্কেটে বিশেষ প্রভাব পড়েছে। ঘোষণার পর ই এয়ারটেল এর শেয়ার 0.54% বেড়ে 711 টাকা হয়ে গেছে।

Bharti Airtel

আগামী দিনে সব ঠিকঠাক চললে গুগোল 10 বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। অন্যদিকে এয়ারটেল জানিয়েছে এই চুক্তিটি আপাতত আগামী পাঁচ বছরের জন্য করা হয়েছে। চুক্তি অনুযায়ী গুগল এয়ারটেলের 1.28% মালিকানা পাবে। গুগোল ও এয়ারটেল এই দুটি সংস্থা cloud eco-system গড়ে তোলার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।