Skip to content

রোদের মজা নিতে গিয়ে Anushka সোশ্যাল মিডিয়াতে করলেন ছবি শেয়ার, বিরাট কোহলি করলেন বড় মন্তব্য

    বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। গতবছর অনুষ্কা জন্ম দেন ভামিকাকে। মাঝে মাঝে ইনস্টাগ্রামে অনুষ্কাকে ছবি পোস্ট করতে দেখা যায়, যেখানে তিনি তাঁর স্বামী এবং সন্তানের বেশ কিছু ছবি পোস্ট করেন।

    Virat and Anushka

    সম্প্রতি একটি ছবি শেয়ার করতে দেখা গেছে অভিনেত্রীকে, যেখানে তিনি পরে রয়েছে নাকি কালো পোশাক। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আবহাওয়া মনোরম ছিল, একটি রৌদ্রোজ্জ্বল দিনে ছবি পোস্ট করার লোভ সামলাতে পারলাম না।

    Virat with cat

     

    তবে সম্প্রতি আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাঠে বসে রয়েছেন বিরাট কোহলি (virat kohli) এবং তাঁর কোলে বসে রয়েছে একটি বিড়াল। বিড়ালটিকে কোলে বসিয়ে আদর করছেন বিরাট কোহলি। বিড়ালটিকে কোলে নিয়ে ছবি পোস্ট করে বিরাট কোহলি লেখেন, ‘ট্রেনিং রাউন্ড থেকে একটি বিড়াল তোমাকে স্বাগত জানাচ্ছে”। ছবিটি দেখে সঙ্গে সঙ্গে অনুষ্কা শর্মা লিখেছেন, “হাই বিল্লি”। প্রতুত্তরে বিরাট কোহলি লেখেন,” দিল্লির ছেলের কোলে মুম্বাইয়ের বিড়াল”।

    Virat Kohli with baby cat

    প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর একটি ছোট্ট বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি। ৩ তারিখ মুম্বাইয়ে ভারত নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট, সেই দিন মাঠে নামছেন দলনায়ক। দীর্ঘ পাঁচ মাস ধরে বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি, সেই সময়টা স্ত্রী এবং একমাত্র মেয়ের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।