বর্তমান সময় হল স্মার্টফোনের যুগ। স্মার্টফোন এ একটি ক্লিক করলেই প্রয়োজনীয় সামগ্রী আপনার বাড়িতে হাজির হয়ে যায়। এই উৎসবের মরসুমে আমাজন (Amazon) আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। প্রতিটি জিনিসের উপর রয়েছে আকর্ষণীয় ছাড়। আজ আমরা আপনাদের আমাজনের বিশেষ কয়েকটি সামগ্রীর কথা জানাবো যেগুলিতে আপনি ভালো ছাড় পেতে পারেন। আমাজন এর Deal of the day তে এই বিশেষ অফার গুলি দেওয়া হচ্ছে।
Deal Of the day অফার এর আওতায় spark 7 model 4G স্মার্ট ফোন আপনি মাত্র 99 টাকায় পেয়ে যাবেন। এই স্মার্টফোনের আসল মূল্য হল 10,999 টাকা। Deal Of the day স্পেশাল অফারের জন্য 1500 টাকা ছাড়(discount) পাবেন। ছাড় পাওয়ার পর এই ফোনের দাম দাঁড়াচ্ছে 9,499 টাকা। শুধু তাই নয় এর সাথে আমাজন একটি বিশেষ ডিসকাউন্ট কুপনের ভিত্তিতে 400 টাকা ছাড় দিচ্ছে। এই ছাড়ার পর স্মার্টফোনটির দাম দাঁড়ালো 9,099 টাকা। এরপর আপনার কাছে যদি কোন পুরনো স্মার্টফোন থেকে থাকে তাহলে সেই স্মার্ট ফোন এক্সচেঞ্জ করে এই নতুন Spark 7 model স্মার্টফোনটি পেয়ে যাবেন মাত্র 99 টাকায়।
Oppo A16 4G স্মার্টফোনের মূল্য 15,990 টাকা। তবে আমাজনে অফার এর জন্য আপনি এই স্মার্ট ফোন পেয়ে যাবেন মাত্র 13,990 টাকা তে। আর আপনি যদি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে 12,250 টাকার ছাড় মিলবে। আপনার কাছে যদি সিটি ব্যাংকের কার্ড থাকে তাহলে আপনি 750 টাকায় 10% পর্যন্ত ছাড় পাবেন ও সাথে বেশ কিছু আকর্ষণীয় অফার।
শুধু স্মার্টফোন নয়,ল্যাপটপ(laptop), ডেক্সটপ (desktop) ও ব্লুটুথ ইয়ারফোন (bluetooth earphone) এও রয়েছে আকর্ষণীয় ছাড়। Asus এর অল ইন ওয়ান Desktop 10 যার বাজার মূল্য 49,990 টাকা সেটি 12 হাজার টাকা ছাড় পেয়ে আপনি পেয়ে যাবেন মাত্র 37,990 টাকা তে। এর সাথে আপনি 500 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট কুপন পাবেন।
অফার চলাকালীন 2490 টাকার ব্লুটুথ ইয়ারফোন পেয়ে যাবেন মাত্র 899 টাকায়। এবং আপনার কাছে যদি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে 750 টাকায় 3% পর্যন্ত ক্যাশব্যাক(Cashback) পেয়ে যাবেন। আর আপনি যদি একজন Prime member হয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে 5% ক্যাশব্যাক পাবেন।