একটি বা দুটি বাড়ি রয়েছে এমনটা নয়, গৌতম আদানির (Gautam Adani) রয়েছে এরকম বহু বিলাসবহুল বাড়ি। গুরগাঁও তে বিলিনিয়ার গৌতম আদানির রয়েছে এক বিলাসবহুল বাংলো। ভারতের রাজধানী দিল্লিতে ও রয়েছে আদানের 400 কোটি টাকার মূল্যের এক বিশাল বাড়ি। দিল্লির লুটিয়েন্স ভগবান দাস রোডের কাছে আদানির এই বিলাসবহুল বাড়ি।
গৌতম আদানীর (Gautam Adani) দিল্লির বাড়িটি ৩.৪ একর জায়গা জুড়ে অবস্থিত সুতরাং বোঝাই যাচ্ছে বাড়িটি কত বড় এবং সুসজ্জিত অবশ্যই। এই বৃহৎ বাড়িতে রয়েছে তিনটি বিশাল আকার বেডরুম, ছটি ডাইনিং রুম, একটি স্টাডি রুম, একটি হল এবং স্টাফ কোয়ার্টার।
১৯৬২ সালে ২৪ শে জুন গুজরাটে গৌতম আদানি জন্মগ্রহণ করেন। গৌতম আদানি ‘আদানি গ্রুপের চেয়ারম্যান’। আদানি গ্ৰুপ কয়লা খনি, কয়লা বানিজ্য,তেল ও গ্যাস, বিদ্যুৎ উৎপাদন ও বিতরনের ব্যবসা। দিল্লির লুটিয়েন্সের পশ অঞ্চলে আদানীর আরো একটি বিলাসবহুল বাড়ি আছে।যথারিতী সেটিও খুব সুন্দর। দিল্লির লুটিয়েন্সের বাড়িটি একেবারে রাজ রাজাদের দুর্গের মতন। দেশ ছাড়াও সমগ্র ভারতবর্ষে গৌতম আদানীর রিয়েল এস্টেট সম্পত্তি রয়েছে। অস্ট্রেলিয়াতে আ্যবট পোর্টে তার একটি বিলাসবহুল বাংলা রয়েছে। যেটি ও খুব সুন্দর।