Skip to content

টুইটারে ‘ব্লু টিক’ হারালেন শাহরুখ থেকে বিরাট, বিল গেটস পর্যন্ত!

rahul gandhi, virat kohli, shah rukh khan

টুইটারে (Twitter) একটি ব্লু টিক, এই ব্লু টিক পাওয়ার জন্য কত না পরিশ্রম করেন সকলে। নামিদামি ব্যক্তিত্বদের নামের পাশে সব সময় আমরা দেখতে পাই এই ব্লু টিক। কিন্তু সম্প্রতি রাজনীতিবিদ থেকে শুরু করে বলিউড তারকার মধ্যে বেশ কয়েকজন এই ব্লু টিক চিহ্ন হারিয়ে ফেললেন টুইটার থেকে। আশ্চর্যজনকভাবে তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিরাট কোহলি (Virat Kohli), রাহুল গান্ধী থেকে শুরু করে শাহরুখ খানের (Shah Rukh Khan) মতো নামিদামি ব্যক্তিত্বরা।

twitter

এখন থেকে শুধুমাত্র যে টুইটার (Twitter) ব্যবহারকারীরা টাকা দিয়ে এই ব্লু টিক পরিষেবা গ্রহণ করতে পারবেন শুধুমাত্র তারাই এই বিশেষ চিহ্ন ব্যবহার করতে পারবেন, নতুবা নয়। এর আগে ৩ লক্ষ ব্যবহারকারীর নামের পাশে ব্লু টিক বসত, তাই যে কোন নামিদামি ব্যক্তিত্বরা খুব সহজে পেয়ে যেতেন এই ব্লু টিক। কিন্তু এবার রাজনীতিবিদ থেকে সাংবাদিক প্রায় অর্ধেকের বেশি নামিদামি ব্যক্তিদের মানুষের কাছ থেকে সরিয়ে নেওয়া হলো এই ব্লু টিক।

বৃহস্পতিবার বিকেলে ব্লু টিক যারা হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, জাস্টিন বিবার, কেটি পেরি, কিম কার্দাশিয়ানের মত একাধিক তারকা। বিশেষ চিহ্ন হারিয়েছেন পোপ ফ্রান্সিস থেকে শুরু করে বিল গেটস অব্দি। এই প্রসঙ্গে মাইক্রো ব্লগিং সাইটের তরফ থেকে জানানো হয়েছে, এখন থেকে মাসিক ৬৫৭ টাকা দিলে তবেই পাওয়া যাবে এই ব্লু টিক। কোন সংস্থা যদি এই ব্লু টিক ব্যবহার করতে চান তাহলে মাসিক ৮২ হাজার টাকা খরচ করতে হবে সেই সংস্থাকে।