Skip to content

শাহরুখ থেকে শুরু করে দীপিকা, জন, ‘পাঠান’ সিনেমার অভিনেতা অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা কতদূর? জেনে নিন

    img 20230127 095314

    গত ২৫শে জানুয়ারি বলিউডের সর্বসেরা সুপারস্টার শাহরুখ খানের দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় মুক্তি পেল একটি দুর্দান্ত সিনেমা ‘পাঠান’। শাহরুখ বাদে এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, সালমান খান, ডিম্পল কাপাডিয়া, গৌতম রোদে এবং আশুতোষ রানার মতো তারকারা। এই অভিনেতা-অভিনেত্রীরা যে দুর্দান্ত অভিনয় করেন তা নিয়ে কোনও সন্দেহ নেই, তবে আপনি কি জানেন এই চলচ্চিত্রের সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা কত? চলুন এই প্রতিবেদনে সেটা জেনে নেওয়া যাক।

    শাহরুখ খান (Sharukh Khan):

    Sharukh Khan

    এই অভিনেতা দিল্লির সেন্ট কলম্বা স্কুলে পড়াশোনা করেছেন। এই স্কুলে ১২তম শ্রেণী উত্তীর্ণের পর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে বিএ (BA) অনার্স ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ভর্তি হন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্স করার জন্য। তবে বেশ কিছু কারণে তিনি এই ডিগ্রিটা শেষ করতে পারেননি।

    দীপিকা পাড়ুকোন (Deepika Padukon):

    Deepika Padukon

    এই অসাধারণ অভিনয় দক্ষ সুন্দরী অভিনেত্রীর বাড়ি বেঙ্গালুরুতে। তিনি সেখানেই নিজের স্কুল জীবন কাটিয়েছেন। বেঙ্গালুরুর সোফিয়া হাই স্কুলে পড়াশোনা করতেন তিনি। এরপর ব্যাঙ্গালোরের মাউন্ট কারমেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করে সমাজ  বিজ্ঞানে বি.এ পাশ করেন তিনি।

    জন আব্রাহাম (Jhon Abraham):

    Jhon Abraham

    এই অভিনেতা তার স্কুল জীবনে নিজের প্রতি ভীষণ কঠোর ছিলেন। মুম্বাইয়ের ওরলিতে বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করতেন তিনি। এমনকি উচ্চ শিক্ষার জন্য মুম্বাই বিশ্ববিদ্যালয়ের জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন তিনি। এই ডিগ্রি পাশ করার পর তিনি মুম্বাই এডুকেশনাল ট্রাস্ট (MET) থেকে এমবিএ ডিগ্রি নেন।

    আশুতোষ রানা (Asutosh Rana) :

    Asutosh Rana

    মধ্যপ্রদেশের গদারওয়ারায় অবস্থিত একটি ভালো স্কুল থেকে এই অভিনেতা পড়াশোনা করেন। দ্বাদশ শ্রেণির পর মধ্যপ্রদেশে অবস্থিত ডঃ হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন এই অভিনেতা।

    ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadiya)

    Dimple Kapadiya

    ৬৫ বছর বয়সী ডিম্পল কাপাডিয়া নিজের স্কুল জীবন কাটিয়েছেন মুম্বাইয়ের সেন্ট জোসেফ কনভেন্ট হাই স্কুলে। তিনি তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্যের কারণে মাত্র ১৬ বছর বয়সেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।

    গৌতম রোদে (Gautam Rode) :

    Gautam Rode

    ছোট পর্দায় অভিনীত এই সুদর্শন অভিনেতা এই প্রথমবার বড় পর্দায় কাজ করেছেন। তিনি পড়াশোনা করেন দিল্লির ধৌলা কুয়ানে অবস্থিত আর্মি পাবলিক স্কুল থেকে। তারপর তিনি শহীদ ভগত সিং কলেজ থেকে বি.কম ডিগ্রি লাভ করেন।