আগামী 1 সেপ্টেম্বর থেকে provident fund (PF) অ্যাকাউন্ট সম্পর্কিত বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে। আপনি যদি আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে আধার নাম্বার এর সাথে PF অ্যাকাউন্ট লিঙ্ক (EPFO link with aadhaar number) না করেন তাহলে আপনার PF একাউন্ট এর টাকা আটকে যেতে পারে। তাছাড়াও সরকার খুব শীঘ্রই PF অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করতে চলেছে। চলতি মাসেই আপনার অ্যাকাউন্টে সুদের টাকা চলে আসতে পারে। 8.5 শতাংশ সুদ দেওয়া হবে বলে ঘোষণা করেছে সরকার।
আপনার হাতে এখনো সময় রয়েছে। EPFO এর সাথে আধার লিঙ্ক প্রক্রিয়ার শেষ তারিখ আগামী 1 সেপ্টেম্বর। এই সময়সীমার মধ্যে লিঙ্ক না করলে PF একাউন্টে সংস্থার তরফ থেকে সমস্ত রকমের কন্ট্রিবিউশন বন্ধ করে দেওয়া হবে। আপনি যদি লিঙ্ক করার পদ্ধতি না জেনে থাকেন তাহলে জেনে নিন।
অনলাইনে EPFO এর সাথে আধার লিঙ্ক করার পদ্ধতি।
১. সর্বপ্রথম আপনাকে EPFO এর অফিসিয়াল ওয়েবসাইট https://unifiedportal mem.epfindia.gov.in/memberinterface/ ওপেন করতে হবে।
২. তারপর আপনাকে আপনার Universal Account nmNumber বা UAN নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩. তারপর ম্যানেজ সেকশন এ গিয়ে Kyc অপসন সিলেক্ট করুন।
৪. তারপর EPF একাউন্টের সাথে আধার লিঙ্ক করার জন্য কিছু ডকুমেন্ট দেখা যাবে সেখানে আধার অপশনে ক্লিক করুন এবং 12 অংকের আধার নম্বর দিন এবং আধারে উল্লেখিত নাম দিন তারপর Service অপশনে ক্লিক করুন।
৫. তার পরবর্তী ক্ষেত্রে UIDAI থেকে আপনার আধার ভেরিফিকেশন করা হবে। এবং kyc ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই আপনার PF একাউন্টের সাথে আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
অফলাইনে EPFO এর সাথে আধার লিঙ্ক করার পদ্ধতি।
অনলাইনে আধার লিঙ্ক করার জন্য আপনাকে Aadhar Seeding Application form ফিলাপ করতে হবে। ফর্মে আপনার UAN নম্বর সহ সমস্ত তথ্য ফিলাপ করতে হবে। তারপর ওই ফর্ম টির সাথে UAN , প্যান ও আধার কার্ডের সেল্ফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। তারপর এই সমস্ত ডকুমেন্টস গুলি EPFO বা common service centre outlet এর কোন ফিল্ড অফিসারের কাছে গিয়ে জমা দিতে হবে। তারপর সেই অফিসাররা আপনার সমস্ত তথ্য ভেরিফিকেশন করবে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই আধার লিঙ্ক হয়ে যাবে। এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার লিঙ্ক প্রসেস সম্পূর্ণ হয়েছে এই বিষয়ক একটি এসএমএস চলে আসবে।