Skip to content

কেন্দ্র সরকারের বড় বয়ান, এবার থেকে একাধিক সিম থাকলে বন্ধ হয়ে যাবে পরিষেবা

আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা একাধিক সিম কার্ড ব্যবহার করে থাকেন। বিভিন্ন কারণে একের বেশি সিম কার্ড কিনে থাকি। যারা একাধিক সিম কার্ড ব্যবহার করে থাকেন তারা সাবধান হয়ে যান। 9 টি সিম কার্ড ব্যবহারকারী ব্যক্তিদের ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

TRAI

টেলিকম বিভাগ এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কর্মকর্তারা প্রথমে প্রত্যেকদিন ভেরিফাই করবেন। যে সিম কার্ড গুলি ভেরিফাই হবে না অর্থাৎ non-verified সেই সিম গুলিকে বাতিল করে দেওয়া হবে। এছাড়াও একটি ব্যক্তির ডকুমেন্টস ব্যবহার করে 9 টির বেশি সিম কার্ড থাকলেই সেই ব্যক্তিকে ফোন কল করে তিনি কোন সিম কার্ড রাখতে চান জানতে চাওয়া হবে এবং বাকি সিম কার্ড গুলি কে ডিএক্টিভেট(deactivate) করে দেওয়া হবে।

 

বর্তমানে ফোন কলিং এর মাধ্যমে সাইবার ক্রাইম এর ঘটনা অনেক বেড়ে গেছে। ফোন কল এর মাধ্যমে জালিয়াতির ঘটনা ও বেড়ে গেছে। এই সমস্ত দুর্নীতি গুলি আটকাতেই কেন্দ্র সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।ইতিমধ্যেই সমস্ত টেলিকম অপারেটর সংস্থা বেআইনিভাবে মোবাইল কানেকশন ডেটাবেস থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ পেয়ে গেছে।

 

টেলিকম অপারেটিং কোম্পানির নিয়ম অনুসারে,মোবাইল কানেকশন গুলির আউটগোইং পরিষেবা 30 দিনের মধ্যে এবং ইনকামিং পরিষেবা 45 দিনের মধ্যে স্থগিত করে দেওয়া হবে। এই সময়সীমার মধ্যে গ্রাহককে ভেরিফিকেশনের জন্য আসতে হবে এবং অব্যবহৃত সিমকার্ড গুলি গুলি সারেন্ডার করে দিতে হবে তবেই তার প্রয়োজনীয় বাকি সিমকার্ড গুলি সক্রিয় (active) থাকবে। না হলে গ্রাহকের প্রয়োজনীয় সিমকার্ড গুলি বন্ধ হয়ে যেতে পারে এবং এতে কোম্পানির কোন দায়বদ্ধতা থাকবে না।

SIM

কোন গ্রাহক যদি রিভেরিফিকেশন(re verification) এর জন্য না আসেন সে ক্ষেত্রে গ্রাহকের non-verified সিম গুলি 60 দিনের ভেতর বন্ধ করে দেওয়া হবে। তবে কোনো ক্ষেত্রে গ্রাহক শরীরের অসুস্থতা অথবা দেশের বাইরে থাকার যথার্থ প্রমান দিতে পারেন সেক্ষেত্রে গ্রাহককে ভেরিফাই করতে আসার সময় সীমা 30 দিন বাড়িয়ে দেওয়া হবে।

কোনো আইন প্রয়োগকারী সংস্থা অথবা আর্থিক প্রতিষ্ঠান কোন নম্বরকে যদি ফেক নম্বর বলে চিহ্নিত করে, তবে ওই নম্বরগুলো আউটগোয়িং পরিষেবা 5 দিনের মধ্যে এবং ইন্টারনেট পরিষেবা 10 দিনের মধ্যে স্থগিত করে দেওয়া হবে। বেআইনি কাজ গুলি বন্ধ করার জন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।