Skip to content

বাড়লো Airtel সিম চালু রাখার ন্যূনতম খরচের পরিমাণ, এবার থেকে ৪৯ টাকার এর পরিবর্তে রিচার্জ করতে হবে

    বর্তমানে প্রায় সকল টেলিকম সংস্থার সিম ব্যবহারকারী গ্রাহকদের তাদের সিম চালু রাখতে কমপক্ষে 49 টাকার প্ল্যান রিচার্জ করতে হয়। আপনি কি Airtel এর গ্রাহক? এই Airtel সিম যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে প্রতিমাসে সিম চালু রাখতে 49 টাকা রিচার্জ করতে হয়। তবে Airtel এর তরফ থেকে তাদের 49 টাকার প্রিপেড প্ল্যান বন্ধ করার ঘোষণা করা হয়েছে। তবে এই প্ল্যান এর পরিবর্তে 79 টাকার একটি প্রিপেড রিচার্জ প্ল্যান আপডেট করা হয়েছে। এই রিচার্জ প্ল্যান এ ডবল ডেটা অফার করবে ও এর পাশাপাশি নতুন বেশি আউটগোয়িং মিনিট দেবে।

    Airtel এর তরফ থেকে মন্তব্য করা হয়েছে যে,” এন্ট্রি লেভেল রিচার্জে, এখন এয়ারটেল গ্রাহকেরা একাউন্ট ব্যালেন্স এর কথা চিন্তা না করেই দীর্ঘ সময় ধরে সংযুক্ত থাকতে পারবেন।” এখন যদি আমরা Airtel এর বাতিল হয়ে যাওয়া 49 টাকার প্রিপেড প্ল্যান এর বেনিফিট এর সাথে 79 টাকার প্রিপেড প্ল্যান এর বেনিফিট তুলনা করি তাহলে দেখা যাচ্ছে নতুন এই 79 টাকার প্রিপেড প্ল্যান টি বেশি লাভ দায়ক। কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে যেখানে 49 টাকা রিচার্জে আগে 38.52 টাকার টকটাইম + 100 MB ডেটা পাওয়া যেত সেখানে 79 টাকার নতুন রিচার্জ প্ল্যান টি তে 64 টাকার টকটাইম + 200 MB ডেটা পাওয়া যাবে। যদি রিচার্জ টকটাইম শেষ হয়ে যায় সে ক্ষেত্রে 1p/মিনিট হিসেবে Local এবং STD কলের জন্য চার্জ কাটা হবে। এই রিচার্জ প্ল্যান এর বৈধতা থাকছে 28 দিনের জন্য।

    Airtel

    Airtel

    Airtel তাদের entry-level প্রিপেড প্ল্যান আপডেট করার পাশাপাশি আরও একটি পোস্টপেড প্লেনের কিছু পরিবর্তন এনেছে। Airtel এর আগে 749 টাকার একটি family postpaid plan ছিল তা আজ 999 টাকার নতুন family postpaid plan লঞ্চ করছে। এই 999 টাকার ফ্যামিলি পোস্ট পেইড প্ল্যান এ বেসিক বেনিফিট হিসেবে মোট 210 GB ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবে। তার সাথে এক বছরের জন্য Amazon prime Disney + hotstar এর ভিআইপি সাবস্ক্রিপশন, Air’tel secure, Wynk music, Airtel xstream, & saw academy subscription সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।