মুকেশ আম্বানি (Mukesh Ambani) হলেন ভারতের দ্বিতীয় বৃহত্তম ধনী শিল্পপতি। ভারত তথা সারা বিশ্বে তাকে সকলে এক ডাকে চেনেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রির (Reliace Industry) প্রধান কর্ণধার তিনি। মুকেশ আম্বানি তাঁর পরিবারসহ বিলাসবহুল জীবনযাপন উপভোগ করেন আর সেই প্রতিটি বিষয়বস্তু প্রায়ই খবরের শিরোনামে দেখা যায়। আম্বানি পরিবারের চারজন মহিলা সদস্য, নিতা আম্বানি, ইশা আম্বানি রাধিকা মার্চেন্ট এবং শ্লোকা মেহেতা। এরা প্রত্যেকে এই পরিবারের খুবই গুরুত্বপূর্ণ অংশ। চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া আম্বানি পরিবারের এই ৪ জন মহিলার শিক্ষাগত যোগ্যতা কত।
১) নীতা আম্বানি (Nita Ambani)
দেশের সর্ববৃহৎ ব্যবসায়ী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি মুম্বাইয়ের নরসি মোজি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স ইনস্টিটিউট থেকে বাণিজ্যিক বিষয়ে স্নাতক হয়েছেন। তবে তিনি শুধু পড়াশোনাতেই পারদর্শী ছিলেন তা নয়, তিনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী।
২) ইশা আম্বানি (Isha Ambani)
মুকেশ আম্বানির ও নীতা আম্বানির তিন সন্তানের মধ্যে তাদের একমাত্র মেয়ে ইশা আম্বানি অত্যন্ত সুন্দরী, প্রতিভাময়ী এবং বুদ্ধিমতীও। ইশা তার পড়াশোনা সম্পন্ন করেছেন ইন্টারন্যাশনাল স্কুল থেকে। তিনি মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক হয়েছেন আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও তিনি এমবিএ ডিগ্রি অর্জন করেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে।
৩) শ্লোকা মেহতা (Sloka Mehta)
ভারতের বিখ্যাত হিরে ব্যবসায়ীর মেয়ে হলেন স্লোকা মেহতা যিনি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির বড় পুত্রবধূ। তিনি নৃতত্ত্বের ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও তিনি পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজ করতে ভালোবাসতেন এবং এখনও তা করেন।
৪) রাধিকা মার্চেন্ট (Radhika Marchent)
সম্প্রতি মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিবাহ সম্পন্ন হয়েছে। তিনি প্রাথমিক পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল এবং বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবং ২০১৭ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। পেশায় তিনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী।