Skip to content

দঙ্গল থেকে বাহুবলী,ভারতের এই ১০টি সিনেমা যা শুধু ভারত নয় কাঁপিয়েছে চীনের বক্স অফিসও! 

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্প হল বলিউড (Bollywood)। প্রতিবছরই এখানে অসংখ্য চলচ্চিত্র মুক্তি পায়। বর্তমানে বলিউড শুধু ভারতে নয়, সারা বিশ্বে কোটি কোটি টাকার ব্যবসা করছে। এখন শুধু ভারতেই বলিউড সিনেমা মুক্তি পায় এমন নয়। ভারতীয় সিনেমার বক্স অফিস এখন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপীয় সহ আরব দেশগুলিতেও মুক্তি পেয়ে ব্যবসা করছে।

গত এক বছর ধরেই আমাদের প্রতিবেশীদের চিনি সমস্ত ভারতীয় চলচ্চিত্রগুলি খুব ভালো ব্যবসা করেছে। তবে এর অন্যতম কারণ হলো ভারতীয়দের তুলনায় চীনের (China) মানুষরা বেশি সিনেমা দেখতে পছন্দ করেন। চীনের মতন বড় দেশে ৬০ হাজার বেশি সিনেমা হল রয়েছে। তাই চিন দেশে এক একটি ভারতীয় ছবি ৪৫ হাজারেরও বেশি সিনেমা হলে মুক্তি পায়। যেখানে ভারতে একটি চলচ্চিত্র মাত্র ৮ হাজার স্ক্রিন পায়। এই কারণেই ভারতীয় চলচ্চিত্রগুলি চীন দেশে খুব ভালো উপার্জন করতে পারে এবং চীনা বক্স অফিসের বার্ষিক টার্নওভার $৮.৮৭ বিলিয়ন। আমেরিকার পর চিনেই চলচ্চিত্র ব্যবসা সবচেয়ে ভালো হয়। দেখে নেওয়া যাক ভারতীয় কোন সিনেমা গুলি এই তালিকায় রয়েছে।

১)মুভি- দঙ্গল (Dangal)

Dangal

প্রকাশ পেয়েছিল – ২০১৭ সালের ৫ই মে, চীনা বক্স অফিস কালেকশন – ১৩০৫ কোটি টাকা। বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন – ২১২২ কোটি টাকা

২) মুভি – সিক্রেট সুপারস্টার (Secret Superstar)

Secret Superstar

প্রকাশ পেয়েছিল – ২০১৮ সালের ১৯শে জানুয়ারী, চীনা বক্স অফিস কালেকশন – ৭৫৭ কোটি টাকা এবং সারা বিশ্বে বক্স অফিস কালেকশন – ৯২১ কোটি টাকা

৩) মুভি – আন্ধাধুন (Andhadhun)

Andhanusandhan

প্রকাশ পেয়েছিল – ২০১৯ সালের ৩রা এপ্রিল, চীনা বক্স অফিস কালেকশন ‐ ৩৩৪ কোটি টাকা এবং সারা বিশ্বের বক্স অফিস কালেকশন – ৪৪৩ কোটি টাকা।

৪) মুভি – বজরঙ্গি ভাইজান (Bajarangi Bhaijan)

Bajarangi Bhaijan

প্রকাশ পেয়েছিল –  ২০১৮ সালের ২রা মার্চ, চীনের বক্স অফিস কালেকশন ‐ ২৯৬ কোটি টাকা এবং বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ‐  – ৯২২ কোটি টাকা।

৫) মুভি – হিন্দি মিডিয়াম (Hindi Medium)

Hindi Medium

প্রকাশ পেয়েছিল- ২০১৮ সালের ৭ই এপ্রিল, চীনের বক্স অফিস কালেকশন ‐ ২২০ কোটি টাকা এবং সারা বিশ্বের বক্স অফিস কালেকশন – ৩৩৪ কোটি টাকা।

প্রয়াত বলিউড অভিনেতা, সুপারস্টার সুশান্ত সিং (Sushant Shing Rajput) -এর ‘ছিছোরে’ (Chichore)  সম্প্রতি চীনে মুক্তি পেয়েছে। ছবিটি ভারতে মোট ২২ কোটি টাকা সংগ্রহ করেছিল। তবে ভারতীয় এই ছবিটি চীনা বক্স অফিসে অনেক রেকর্ড গড়েছে। এছাড়াও আরও বেশ কিছু ভারতীয়  সিনেমা চীনের বক্স অফিসে রেকর্ড গড়েছে।

৬) মুভি – হিচকি (Hichki)

Hichki

প্রকাশ পেয়েছিল – ২০১৮ সালের ১২ই অক্টোবর, চীনা বক্স অফিস কালেকশন – ১৫৭ কোটি টাকা এবং বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন – ২৩৭ কোটি টাকা।

৭) মুভি – পিকে (PK)

PK

প্রকাশ পেয়েছিল – ২০১৫ সালের ২২শে মে, চীনা বক্স অফিস সংগ্রহ – ১২৯ কোটি টাকা এবং সারা বিশ্বে বক্স অফিস কালেকশন – ৮৯৩ কোটি টাকা।

৮) মুভি – মা (Mom)

Mom

প্রকাশ পেয়েছিল- ২০১৯ সালের ১০ই মে, চীনা বক্স অফিস কালেকশন- ১১০ কোটি টাকা এবং সারা বিশ্বে বক্স অফিস কালেকশন- ১৭৫ কোটি টাকা।

৯) মুভি- টয়লেট এক প্রেম কথা (Toilet Ek Pram Katha)

Toilet Ek Pram Katha

প্রকাশ পেয়েছিল- ২০১৮ সালের ৮ই জুন, চীনা বক্স অফিস কালেকশন – ১০১ কোটি টাকা এবং সারা বিশ্বে বক্স অফিস কালেকশন – ৩১৭কোটি টাকা।

১০) বাহুবলী (Bahubali 2)

Bahubali 2

প্রকাশ পেয়েছিল- ২০১৮ সালের ৪ঠা মে, চীনের বক্স অফিস কালেকশন- ৮১ কোটি রুপি এবং সারা বিশ্বের বক্স অফিস কালেকশন- ১৭৮৮ কোটি টাকা।