Skip to content

রতন টাটা মুকেশ আম্বানি সহ ভারতের শীর্ষ ৫ জন ব্যবসায়ী কমবয়সে কেমন দেখতে ছিলেন! দেখে নিন সেই ছবি

img 20221102 190309

মুকেশ আম্বানি (Mukesh Ambani), আনন্দ মাহিন্দ্রা (Ananda Mahindra), রতন টাটা (Ratan Tata) এবং গৌতম আদানি (Gautam Adani) ও কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla) এই ৫ জন সবচেয়ে দামী ভারতীয় ব্যাক্তি  বিলিয়নিয়ারদের মধ্যে যারা সারা বিশ্বে ভারতকে খ্যাতি এনে দিয়েছেন।  তাদের  কাজের এক একটি ধরণ দেশের তরুণ প্রজন্মকে অনেক কিছু শেখায়। এছাড়াও এসব ব্যবসায়ী লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানও করেছেন। চলুন এই প্রতিবেদনে আজ এই ৫ জন ব্যাক্তিদের যৌবনকালে কেমন দেখতে ছিল তা জেনে নি।

১) আনন্দ মাহিন্দ্রা (Ananda Mahindra)

Ananda Mahindra

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। টুইটারে তার প্রায় ১ কোটি ফলোয়ার রয়েছে।  প্রকৃতপক্ষে, তাকে প্রায়শই অনেকে তার মজার রসবোধের কারণে ভাল পছন্দ করেন। ২০২১ সালে, আনন্দ তার নিজের একটি পুরানো ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে তার বয়স ছিল ১৭ বছর।

২) গৌতম আদানি (Gautam Adani)

Gautam Adani

বর্তমানে ভারতসহ এশিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী হলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি (Gautam Adani)। আদানি বিমানবন্দর থেকে বন্দর পর্যন্ত এবং বিদ্যুৎ উৎপাদন থেকে পরিবেশক পর্যন্ত বিভিন্ন ব্যবসা করে।

৩) কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla)

Kumar Mangalam Birla

কুমার মঙ্গলম বিড়লা, ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়িক পরিবারের একজন চতুর্থ প্রজন্মের কর্পোরেট নেতা, তিনি আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান, ভারতের বৃহত্তম বৈশ্বিক সমষ্টিগুলির মধ্যে একটি।  ১৯৯৫ সালে, তিনি আদিত্য বিড়লা গ্রুপের দায়িত্ব নেন এবং সেই সময়ে কোম্পানির ব্যবসা ছিল ২ বিলিয়ন, কিন্তু আজ তিনি তার কঠোর পরিশ্রমে কোম্পানির ব্যবসাকে ৪০ বিলিয়নে নিয়ে এসেছেন।

৪) মুকেশ আম্বানি (Mukesh Ambani)

Mukesh Ambani

রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান তথা সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি বর্তমানে দেশের অন্যতম বিখ্যাত ব্যবসায়ী।  মুকেশ আম্বানির বাবা ধিরুভাই আম্বানি (Dhirubhai Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রি (Reliance Industry) প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু মুকেশ তার কঠোর পরিশ্রম এবং দৃঢ়সংকল্প দিয়ে কোম্পানিটিকে এগিয়ে নিয়ে গেছেন।

৫) রতন টাটা (Ratan Tata)

Ratan Tata

ভারতের প্রিয় টাইকুন রতন টাটা (Ratan Tata) একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি একজন ভালো মনেরও ব্যক্তি। ১৯৯১ সালে জেআরডি টাটার (JRD Tata) পদ ছাড়ার পর, রতন টাটা টাটা সন্সের লাগাম নেন।  তার মেয়াদে কোম্পানিটি অনেক উচ্চতা অর্জন করেছে।