আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গুগল। গুগোল ছাড়া আমরা এক মুহূর্ত চিন্তা করতে পারি না নিজেদের জীবন। সেফটিপিন থেকে শুরু করে এরোপ্লেন, যাবতীয় জ্ঞানের ভান্ডার হলো এই গুগল। ইন্টারনেট আমাদের সমস্ত বিষয়ে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। তবে এই ইন্টারনেট শাসন করেন কারা? প্রতিনিয়ত যে সমস্ত মানুষদের আমরা ইন্টারনেটে খুঁজে বেড়াই ঠিক তারাই শাসন করে ইন্টারনেট। আমরা যত বেশি ইন্টারনেট ঘেঁটে তাদের ছবি অথবা খবর খুঁজে বেড়াবো, ঠিক ততই জনপ্রিয়তা অর্জন করবেন তারা। আজ এই প্রতিবেদনের দ্বারা জানবো বলিউডের কোন কোন অভিনেতা অভিনেত্রী রয়েছেন গুগলের সার্চ বাটনের সবথেকে উপরে।
অক্ষয় কুমার (Akshay Kumar) : বলিউডের ‘খিলাড়ি’ অভিনেতাকে শীঘ্রই পৃথ্বীরাজ ছবিতে দেখা যাবে। অক্ষয় কুমারের ফ্যান ফলোইং অনেক বেশি এবং ভক্তরা এনাকে খুব পছন্দ করে। গুগলে অক্ষয় কুমারকে সার্চ করলে দেখা যাবে 0.58 সেকেন্ডে 6,78,00,000 বার খোজা হয়েছিল এই অভিনেতাকে ।
হৃত্বিক রোশন (Hrithik Roshan): এই বলিউড ফিলমস্টারকে বলা হয় বলিউডের গ্রিক গড। অসামান্য অভিনয়, দুর্দান্ত নাচের জন্য তিনি সর্বদা প্রশংসিত হয়েছেন। হৃত্বিক রোশনকে গুগলে সার্চ করলে দেখা যাবে ০.৫১ সেকেন্ডে ১,৮৭,০০,০০০ বার খোঁজা হয়েছিল এই অভিনেতাকে।
সালমান খান (Salman Khan) : বক্সঅফিসের ভাইজান সালমান খান কিন্তু রাজত্ব করেন গুগোলে। গুগল সার্চ করলে দেখা যাবে ০.৬৮ সেকেন্ডে ১৩.০০,০০,০০০ বার খোঁজা হয়েছিল এই অভিনেতাকে।
শাহরুখ খান (Shahrukh Khan): বেশ কিছু বছর বলিউড জগত থেকে দূরে থাকার পর অবশেষে এক ঝুড়ি সিনেমা নিয়ে ফিরে আসতে চলেছেন শাহরুখ খান। ভারতের পাশাপাশি বিদেশে শক্তিশালী ফ্যান ফলোইং রয়েছে এই অভিনেতার। গুগোলে শাহরুখ খানের নাম সার্চ করলে দেখা যাবে ০.৪১ সেকেন্ডে ৪,৮৪,০০,০০০ বার খোঁজা হয়েছিল এই অভিনেতাকে।
রণবীর সিং (Ranbir Singh) : সদাহাস্যময় এবং দুর্দান্ত এই অভিনেতা কেউ কিন্তু গুগোলে সার্চ করা হয়েছে বহুবার। গুগোল দেখলে বোঝা যাবে ০.৫৩ সেকেন্ডে অভিনেতাকে খোঁজা হয়েছে প্রায় ২,৩৪,০০,০০০ বার।
রানবির কাপুর : ঋষি কাপুর রণবীর কাপুর বহু নারীদের ভালোবাসা কুড়িয়েছেন। বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই অভিনেতা। গুগলের ডাটা অনুযায়ী ০.৫৩ সেকেন্ডে এই অভিনেতাকে খোঁজা হয়েছে প্রায় ২,৫৯,০০,০০০ বার।
অমিতাভ বচ্চন : এই তালিকায় বিগ বির নাম থাকবে না তা কি কখনো হয়। আজও যেভাবে তিনি সকলকে নিজের অভিনয় জাদু দ্বারা মাতিয়ে রেখেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এই অভিনেতাকে ০.৬১ সেকেন্ডে ভক্তরা সার্চ করেছেন মোট ২,৮২,০০,০০০ বার।
দীপিকা পাডুকন (Deepika Padukone) : অভিনেত্রী দীপিকা পাডুকোনের অসামান্য অভিনয়ের এবং সৌন্দর্যের কথা আলাদা করে বলার কিছু নেই। এই অভিনেত্রীকে ০.৫০ সেকেন্ডে মোট সার্চ করা হয়েছে ৫,০৫,০০০,০০০ বার।
আলিয়া ভাট : খুব অল্প বয়সে জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেত্রী। বর্তমানে বিবাহের জন্য আরও একবার গুগলের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। এই অভিনেত্রীকে খোঁজা হয়েছে ০.৭৪ সেকেন্ডে ৮,২৪,০০,০০০ বার।
ক্যাটরিনা কাইফ : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভিডিও এবং ছবি গত ডিসেম্বর থেকে তুমুল আকারের শেয়ার করা হয়েছে। এই অভিনেত্রীকে ০.৫৫ সেকেন্ডে ৯,৪৬,০০,০০০ বার সার্চ করা হয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া : বলিউডের পাশাপাশি হলিউড কাঁপানো এই অভিনেত্রী যে গুগোল শাসন করবেন তা বলাই বাহুল্য। এই অভিনেত্রীকে ০.৬৮ সেকেন্ডে খোঁজা হয়েছে প্রায় ১৩,৯০,০০,০০০ বার।
কারিনা কাপুর খান : সম্প্রতি আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ব্যক্তিগত জীবনের জন্য সর্বদা খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। ঠিক এই কারণেই ০.৬১ সেকেন্ড এই অভিনেত্রীকে অনুসন্ধান করা হয়েছে ৬,১৭,০০,০০০ বার।
ঐশ্বর্য রাই বচ্চন: অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের ফ্যান ফলোইং একেবারেই আলাদা। তিনি সিনেমায় অভিনয় করুন কি না করুন মানুষ সব সময় দেখতে চান তার প্রিয় অভিনেত্রীকে। ঠিক এই কারনে ০.৫৮ সেকেন্ডে অভিনেত্রীকে সার্চ করা হয়েছে প্রায় ৩,৪৬,০০,০০০ বার।