আপনার কি কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে? কিন্তু বাজেট কম। তবে চিন্তা নেই! তাদের জন্য এটাই সবচেয়ে ভালো সময়। তবে মাত্র ২ দিনের জন্য ঘুরে আসা যায় এমন জায়গা কোথায় আছে তা ভাবছেন নিশ্চয়ই? ঘুরে আসার জন্য এমনই একটি জায়গা হল কলকাতার (Kolkata) গড় মান্দারণ (Ghar Mandaron)।
এই সুন্দর পর্যটক স্থানটি অবস্থিত হুগলি (Hoogly) জেলায়। শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর থেকে কলকাতার এই গড় মান্দারণের (Ghar Mandaron) দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। এখানে যাওয়ার জন্য প্রথমে আপনাকে হাওড়া থেকে আরামবাগের কোনো লোকাল ট্রেন ধরতে হবে এবং তারপরেই বাসে করে পৌঁছে যেতে পারবেন গড় মান্দারণ (Ghar Mandaron)।
যদিও রাত্রি নামলে আপনাকে আবার কামারপুকুর (Kamarpukur) কিংবা জয়রাম বাটিতেই (Jayram Bati) রওনা দিতে হবে। কারণ গড় মান্দারণে থাকার কোনো জায়গা নেই। তবে পরের দিন সকালে আবার সেই সুন্দর স্থানটিতে ঘুরতে যেতে পারেন। প্রায় ২০০ একর জমির উপর এই গড় মান্দারণ (Ghar Mardaron) পর্যটন কেন্দ্রটি অবস্থিত।
এই সুন্দর পর্যটক স্থানে গেলে আপনি গাজী পীরের দরগা দেখতে পাবেন। শোনা যায়, প্রধানত হুসেন শাহের (Hussain Shah) সেনাপতির সমাধি হিসাবেই এই দরগা স্থাপন করা হয়েছিল। এখানের জঙ্গলে শাল, শিমুল, পিয়াল, সেগুন প্রভৃতি গাছ দেখা যায়।
এছাড়াও এখানে গড় নামে একটি ছোট সুরঙ্গ রয়েছে আর এই গড়ের পাশেই রয়েছে ছোট চড়া যুক্ত জলাশয়। ২ দিনে এই মনোরম জায়গাটি ঘুরে আসার জন্য সেরা। তাহলে দেরি না করে আজই গড় মান্দারণে (Ghar Mandaron) ঘুরে আসুন।