মিশরের (Egypt) যাবতীয় বিষয়ের সাথে প্রাচীন ইতিহাসের সম্পর্ক রয়েছে। সম্প্রতি ফরেনসিক বিজ্ঞানীরা একটি আশ্চর্যতম বিষয়ে সফল হয়ে চমকে দিয়েছে সকলকে। রহস্যময় মিশরীয় নারীর মমির মাধ্যমে ছবি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। ২ হাজার বছর পূর্বের মৃত এই রহস্যময় নারীর ছবি দেখে অবাক হয়েছেন সকলে (Scientists have created a picture of a mysterious woman who died 2 thousand years ago)। খবর সূত্রে জানা গিয়েছে, ছবি বানানো এই মহিলা মৃত্যুর সময়ও গর্ভবতী ছিলেন। গবেষকরা এই মিশরীয় মহিলার যে ছবি প্রকাশ করেছে, তা সত্যিই বিস্ময়কর।
বর্তমানে মিশরের রহস্যময় মহিলা নামে পরিচিত হয়েছেন এই মহিলা। সমস্ত প্রত্নতাত্ত্বিকদের কাছে সোনার খনির সমতুল্য হলো মিশর (Egypt)। প্রায়ই এই স্থান থেকে অসংখ্য প্রাচীন ইতিহাসের উদ্ঘাটন হয়। তবে কে এই নারী? গবেষকরা বলছেন, এই নারী প্রাচীন মিশরীয় সভ্যতার অন্তর্গত।
যখন তার মৃত্যু হয় সেই সময় তিনি গর্ভবতী ছিলেন। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা এই নারীর সঠিক পরিচয় জানার চেষ্টা চালিয়েছেন। এবার একটি মমির মুখ বানিয়ে এই নারী সম্পর্কে অসংখ্য তথ্য সামনে এসেছে। জানা গেছে এই নারীর মৃত্যুর পর অপসারণ করা হয়েছিল তার শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গগুলি। তবে এই নারীর গর্ভে থেকে যাওয়া ভ্রণ অপসারণ করা হয়নি।
প্রাচীন মিশরের বিশ্বাসের জন্য গর্ভে শিশুটিকে রেখে দেওয়া হয়েছিল। বিভিন্ন প্রতিবেদন স্বরূপ জানা গেছে, এটিই বিশ্বের সর্বপ্রথম মমি যার ভিতরে সন্তান সংরক্ষিত ছিল (The world’s first mummy with a child preserved inside)।
বহু প্রচেষ্টার পর 2D এবং 3D পদ্ধতিতে দুই বিখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ রহস্যময়ী মিশরীয় মহিলার মুখের ছবি তৈরি করতে সফল হয়েছেন। বিজ্ঞানীদের মতে মহিলাটি যখন মারা গিয়েছিলেন তখন তার বয়স ছিল ২০ থেকে ৩০-এর মধ্যে। এছাড়াও জানা গেছে, গর্ভবতী অবস্থার সময় তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।