Skip to content

শুধুমাত্র এই স্মার্টফোন গুলোতেই চলবে 5G, দেখে নিন ফোনের তালিকা

    img 20220812 155338

    অনেকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল 5G মোবাইল ফোন। অনেকে এই সেট ব্যবহার করছেন। তবে এখনও অবধি 5G নেটওয়ার্ক পরিষেবা চালু হয়নি। 4G নেটওয়ার্কেই চলছে এই 5G সেটগুলি। তবে আর বেশি দেরি নেই 5G নেটওয়ার্ক আসতে। আগামী ১৫ই আগস্ট ২০২২, এই স্বাধীনতা দিবসের দিন 5G নেটওয়ার্ক লঞ্চ হতে চলেছে (The 5G network is going to be launched on 5th August)।

    5G

    কিছুদিন আগেই শেষ হয়েছে নিলাম প্রক্রিয়া। রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন আইডিয়া (Vodafone Idea), এয়ারটেল (Airtel) এই তিনটি কোম্পানি 5G নেটওয়ার্কের নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। তবে রিলায়েন্স জিও সবথেকে বেশি স্পেক্ট্রাম অধিগ্রহণ করেছে সাথে সবচেয়ে বেশি টাকা দিয়েও কিনেছে 5G নেটওয়ার্কের পরিষেবা।

    iQOO

    রিলায়েন্স জিও অধিগ্রহণ করা স্পেকট্রামগুলি হল 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz এবং 26GHz। বেশ কিছু স্মার্ট ফোনে ৪,৫ কিংবা ১১,১২ ব্যান্ড সাপোর্ট করে। তবে কোন ব্যান্ডে-এ 5G পরিষেবা চলবে, কোনও টেলিকম সংস্থা এ বিষয়ে কোনও
    অফিসিয়াল তথ্য দেয়নি। তবে খবর সূত্রে জানা গেছে, এখনও মোট ২২ টি সার্কেলে রিলায়েন্স জিও 5G স্পেকট্রাম অধিগ্রহণ করেছে।

    Mi

    এই সার্কেলগুলির মধ্যে লো – ব্যান্ড, মিড ব্যান্ড এবং mm ওয়েভ স্পেকট্রাম বর্তমান। N দিয়ে শুরু সিরিজগুলোতে এই 5G ব্যান্ড সাপোর্ট করেছে। N1, N3, N5, nN8, N28, N40, N41, N77, N78 ব্যান্ড সাপোর্ট করছে iQOO 9T স্মার্ট ফোনে। এই ফোনগুলিতেই পাওয়া যাবে 5G পরিষেবা। এছাড়াও পরিষেবা পাওয়া যাবে Redmi K50i, Nothing মোবাইল ফোনেও। তাছাড়াও আপনার 5G স্মার্টফোনটি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন তার মধ্যে কোন কোন ব্যান্ডগুলি দেওয়া রয়েছে।

    5g band