প্রত্যেকেই দৈনন্দিন শ্রেণী ভ্রমণ করেন এবং ভ্রমণ করার সাথে সাথে মজাদার সুস্বাদু খাবারও খান। খাবার ছাড়া ভ্রমণে কোনও মজা নেই। তবে বেশিরভাগ রেলস্টেশনের খাবারেই সুস্বাদু স্বাদ পাওয়া যায় না। যার ফলে যাত্রীদের অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আজ এই প্রতিবেদনে আমরা আপনাদের এমন ৫ টি রেলস্টেশনের (Indian Railway Station) কথা বলব যেখানের সুস্বাদু খাবারের হোটেল বিলাসবহুল রেস্টুরেন্ট গুলোকে হার মানিয়ে দেবে।
১) মধ্যপ্রদেশের রতলাম রেলওয়ে স্টেশন (Ratlam Railway Station in Madhya Pradesh) :-
মধ্যপ্রদেশের সব থেকে জনপ্রিয় খাবার হল পোহা এবং স্টেশনের প্রত্যেকটি দোকানেই এই খাদ্যটি পাওয়া যায়। এখানের বেশিরভাগ স্টেশনে পোহা পাওয়া গেলেও রতলাম রেলওয়ে স্টেশনের পোহা সবচেয়ে বেশি বিখ্যাত। এই রেলস্টেশনে গরম চায়ের সাথে পোহা খাওয়ার মজাই আলাদা। আপনি যদি কখনো এই রেল স্টেশনে যান তবে অবশ্যই এই সুস্বাদু খাবারটি উপভোগ করবেন।
২) রাজস্থানের আবু রোড রেল স্টেশন (Abu Road Railway Station in Rajasthan)
প্রত্যেকেই কোন কিছু ভারী খাবার খাওয়ার পর মুখসুদ্ধির জন্য মিষ্টি খেতে পছন্দ করেন। ভোজনের শেষে পাতে মিষ্টি পেলে তার তৃপ্তি আলাদাই হয়। আর মিষ্টির মধ্যে রাবড়ির চেয়ে সুস্বাদু মিষ্টি আর কিছু হয় না। রাজস্থান পেরোলেই আবু রোড রেল স্টেশনের রাবড়ির স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না, যা যাত্রীদের কাছে অত্যন্ত প্রিয়।
৩) কেরালার এর্নাকুলাম রেলস্টেশন
( Ernakulam railway station in Kerala )
দক্ষিণ ভারতের কোন সুস্বাদু খাবারের কথা মনে পড়লেই প্রথমেই মনে আসে ইডলি-দোসার কথা। তবে আপনারা যদি কখনো কেরালার এর্নাকুলাম রেলস্টেশনের ওপর দিয়ে ভ্রমণ করেন তাহলে অবশ্যই এখানে এক ধরনের পকোড়া পাওয়া যায় এবং তার সাথে যে চাটনি দেওয়া হয় সেই সুস্বাদু খাবারটি খেয়ে দেখতে পারেন। অভিজ্ঞ সম্পন্ন যাত্রীদের মতে এই খাবার একবার খেলে আপনি ইডলি-দোসার কথা ভুলে যাবেন।
৪) পশ্চিমবঙ্গের খড়গপুর রেলস্টেশন (Kharagpur railway station in West Bengal)
পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত খাবার হলো লুচি আলুর দাম। খড়্গপুর রেলস্টেশনের মশলাদার আলুর দম অত্যন্ত জনপ্রিয়। সালেও সুগন্ধে আকৃষ্ট করবে আপনার মন ও জীবের স্বাদ। উপর দিয়ে ভ্রমণ করলে কচুরি ও মশলাদার আলুর দম অবশ্যই উপভোগ করবেন।
৫) মহারাষ্ট্রের কারজাত জংশন (Karjat Junction in Maharashtra)
বড় পাভ মহারাষ্ট্রের একটি সুস্বাদু জনপ্রিয় খাবার। এই জংশনটিতে অনেক ধরনের বড় পাভ তৈরি হয়। এই খাবারের স্বাদ বড় বড় হোটেলকেও হার মানায়। কখনো যদি স্টেশনের উপর দিয়ে ভ্রমণ করেন তাহলে অবশ্যই এই সুস্বাদু খাবারটি গ্রহণ করবেন।