Skip to content

১ লক্ষ টাকার উপর দিতে হত এত পরিমাণ ট্যাক্স, দেখুন ভাইরাল হওয়া ১৯৯২ সালের একটি Income Tax স্ল্যাবের ছবি!

    img 20230211 173942

    অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) বেশ কিছুদিন পূর্বেই বর্তমানের বাজেট পেশ করেছেন। আর সেই জন্যেই এখন সবাই দৃষ্টিপাত করেছে ২০২৩-২০২৪ এর বাজেটের দিকে। প্রতিবারের মতোই এবারেও এই বাজেট নিয়ে সকলের অনেক আশা ছিল।

    Nirmala sitaraman

    সকলেই চিন্তা করছিলেন বাজেটে মধ্যবিত্তদের ক্ষেত্রে কি দাম দেওয়া হবে। অর্থমন্ত্রী কি গরিব, কৃষক, নারী ও বয়স্কদের জন্য এই আয় সংক্রান্ত বিষয়ে নতুন কোন ধারণা দেবেন। এমন অনেক প্রশ্নেরই আলোচনার সম্মুখীন হয়েছিলেন সবাই। এই সবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল বাজেটের বিষয়টিও।

    Income tax

    এমন পরিস্থিতিতেই আবারও ভাইরাল হয়েছে একটি পুরাতন ছবি। যা ১৯৯২ সালের বাজেটের নতুন আয়কর স্ল্যাবের এবং এটা দেখামাত্রই প্রত্যেক মানুষ তাদের মন্তব্য প্রকাশ করছেন। এখনো পর্যন্ত আপনি সোশ্যাল মিডিয়ায় অনেক পুরনো বিলের ছবি দেখতে পেয়েছেন। আপনারা সকলেই জানেন এটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিউ ট্রেন্ড হয়ে উঠেছে। তাই আজ এই বহুবছর পুরোনো বাজেটের আয়কর স্ল্যাবের ছবিটি ভাইরাল হয়েছে।

    Income tax rate

    ছবিটিতে দেখা যাচ্ছে, ২৮০০০ টাকার উপর তখন কোনও tax দেখা যাচ্ছে না। তখন ২৮০০১ হাজার থেকে ৫০,০০০ টাকার উপর মাত্র ২০ শতাংশ কর ছিল। ৩০ শতাংশ কর ছিল ৫০০০১ থেকে ১০০০০০ টাকা আয়ের উপর আর ১ লক্ষ টাকার উপর আয়ের শতাংশ ছিল ৪০। এই টুইটটি দেখা মাত্রই প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার হয়েছে। অনেকেই মন্তব্যে লিখেছেন, “এই করের হার আজকের তুলনায় অনেক কম ছিল।”