সাধারণত মহিলা নাগা সন্ন্যাসীদের কথা আমরা খুব কমই শুনেছি। তবে এই মহিলা নাগা সন্ন্যাসীদের নিয়ে বর্তমানে বেশি করে উল্লেখ করা বিশেষ জরুরি। এই নারী নাগা সন্ন্যাসীরা পুরুষদের মতোই হয়। হিন্দু ধর্মে এই সন্ন্যাসীদের অঘোরিও বলা হয়। আসুন আজ এই প্রতিবেদনে মহিলা নাগা সন্ন্যাসীদের পোশাক, বসবাস স্থান সব সম্বন্ধে জেনেনি।
নারীদের নাগা সন্ন্যাসী হতে অনেক কঠোর তপস্যা করতে হয়। অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বহুবছর ধরে নাগা সন্ন্যাসী নারীরা ব্রহ্মচর্য নিয়ম মেনে চলে। জীবিত অবস্থাতেই তারা নিজের পিন্ড দান করে এবং মাথাও কামান। পবিত্র নদীতে তারা স্নান সেরে নাগা সন্ন্যাসিনীর মর্যাদা পায়।
এই মহিলা সন্ন্যাসীদের দেখা যায় বিরল কিছু অনুষ্ঠানে। এরা প্রধানত সময় কাটায় সাধারণ জীবন থেকে অনেক দূরে ঘন অরণ্যে, পাহাড়ে, গুহায় এবং এরা সারাক্ষণ ঈশ্বরের ভক্তিতে বাঁচে। জঙ্গল-পাহাড় থেকে বেরিয়ে এরা খুবই কম সবার সামনে আসে। সাধারণত মহিলা নাগা সন্ন্যাসিনীদের শুধুমাত্র কুম্ভ বা মহাকুম্ভে দেখা যায় কিন্তু তারপরেই হঠাৎ করে তারা অদৃশ্য হয়ে যায়। যদিও পুরুষ নাগা সন্ন্যাসীদেরও খুব বেশি সচরাচর দেখা যায় না, তবে তার চেয়েও বেশি নারী নাগা সন্ন্যাসিনীদের সামনে আসার সম্ভাবনা খুবই কম।
তবে নারী নাগা সন্ন্যাসীরা নগ্ন অবস্থায় থাকে না। তাঁরা সেলাইবিহীন পোশাক পরেন এবং গেরুয়া রঙের এক টুকরো কাপড় শরীরের কিছু অংশে চাদরের ন্যায় পড়ে থাকেন। তাদের কপালে থাকে সাদা তিলক এবং শরীরে তারা ছাই মেখে ঘুরে বেড়ান। এই নারীদের হিন্দু ধর্মে সকলে মা বলে সন্মান করেন।