যারা পুরোনো দিনের বলিউড ছবির ভক্ত, তারা হয়তো প্রত্যেকেই জানেন শত্রুঘ্ন সিনহার কালিচরণ ছবিটা সম্পর্কে। সেখানে ছবির খলনায়ক অজিত খানের হাড় হিম করা কণ্ঠস্বরে ‘ মোনা ডার্লিং…’ ডায়লগটা আজও সকলের কাছে আজও স্মরণীয়। তবে এবার সৌরভ গাঙ্গুলীর মুখে শোনা গেল এই কালজয়ী সংলাপ। যা দেখা মাত্রই চমকে উঠেছেন নেটিজেনরা। কিন্তু আচমকা এই লুকে কেন মহারাজা (Sourav Ganguly)?
তবে শুধু ডায়লগই বলেন নি, সাথে গদির চেয়ারে ভালোভাবে বসে রীতিমত অভিনয় করেছেন। একখানা ব্লেজার পরেছেন তিনি সাফারি শুটের সাথে। চোখে পরেছেন রোদচশমা। এরপর নিজের পা দুটো তুলে দিয়েছেন টেবিলের উপর। অপরজনকে নির্দেশ দিয়ে বলছেন ‘মোনা ডার্লিং, সোনা কোথায়?’
আগেও এই ছবির দৃশ্য দর্শকরা দেখেছেন। বিশেষত ৬০-৭০ দশকের ভিলেনদের লুক ছিল এমনই। তবে ক্রিকেটের মহারাজা এমন সাজ সেজেছেন দেখেই অবাক হচ্ছেন সকলে। তাহলে কি এবার সৌরভ গাঙ্গুলীকে কোন অভিনয় দেখা যাবে? নাকি তিনি কোন বায়োপিক করতে চলেছেন? ভিডিও ভাইরাল হওয়া মাত্রই নেটিজেনদের এই প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া।
অপরদিকে সৌরভ গাঙ্গুলীর নিজেরই বায়োপিক আসছে, যাতে অভিনয় করতে চলেছেন বলিউডের অন্যতম চকলেট বয় রানবির কাপুর। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোন কিছু প্রকাশ পায়নি। তবে তার মধ্যে সৌরভ গাঙ্গুলীর এমন সাজ দেখে অবাক সকলেই। প্রকৃতপক্ষে তার এই সাজ হলো বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপন প্রচারের জন্যই তাকে এমন নবঅবতারে দেখা গেছে।