প্রতিদিন আমরা ইংরেজি বাংলা শব্দ মিশিয়ে একটা মিশ্র ভাষায় কথা বলি। নিজেদের অজান্তেই অনেক বিদেশি শব্দ প্রতিদিন সমস্ত কাজে ব্যবহার করি। সেরকমই একটি অতি ব্যবহৃত শব্দ হলো ‘OK’।
সঠিকভাবে কোন কিছু বুঝতে পারলেই আমরা এই ‘OK’ শব্দটি ব্যবহার করি। স্কুল থেকে শুরু করে অফিস, আদালত, হাসপাতাল সব বড় বড় স্থানে প্রতিদিন ‘OK’ শব্দটি ব্যবহার হয়। তবে অনেকেই হয়তো এই শব্দটির (OK) ফুল ফর্ম কি তা জানেন না।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে প্রায় ৯৯% মানুষ প্রতিদিন ব্যবহার করা এই ‘OK’ শব্দটির ফুল ফর্ম জানেনা। যে শব্দটি রোজ আপনি ব্যবহার করেন সেই শব্দটির ফুল ফর্ম জানা খুবই জরুরী। কারণ আপনি যদি এই শব্দের ফুল ফর্ম জেনে থাকেন তবে আপনাকে কেউ অপ্রস্তুতিতে ফেলতে পারবেনা। তাই আজ এই প্রতিবেদনে জেনে নিন ‘OK’ শব্দটির ফুল ফর্ম কি।
‘OK’ একটি গ্রিক শব্দ যার ফুল ফর্ম ‘Oll Korrect’ বা ‘Olla Kalla’। এটা লাতিন শব্দের একটি সংকোচিত রূপ i.e / e.g। এখানে i.e এর ফুল ফর্ম id est। অপরদিকে e.g-র ফুল ফর্ম exempli gratia। প্রধানত ইংরেজিতে দ্যাট ইজ কথাটি বোঝানোর জন্য i.e ব্যবহার করা হয়। অন্যদিকে ইংরেজিতে ফর এক্সামপেল কথাটি বোঝানোর জন্য e.g ব্যবহার করা হয়ে থাকে। Personal identification number হল PIN এর ফুল ফর্ম।