দক্ষিণের সুপারস্টার যশের (Yash) বহু প্রতীক্ষিত ছবি KGF Chapter 2 প্রেক্ষাগৃহে 14 এপ্রিল মুক্তি পেতে চলেছে। ছবিতে অধীরা নামে একটি খলনায়ক(Villain) চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। সঞ্জয় দত্তের জন্য এই প্রথমবার নয় যে তিনি খলনায়ক চরিত্রে থাকবেন। এর আগেও ভিলেনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। চলুন দেখে নেওয়া যাক সঞ্জয় দত্তের খলনায়ক চরিত্রে অভিনয় করা কিছু ছবি।
সঞ্জয় দত্তকে প্রথম ‘খলনায়ক’ ছবিতে একজন ভিলেন চরিত্রে অসাধারণ অভিনয় করতে দেখা যায়। ছবিটি এবং সঞ্জয় দত্তের অভিনয় দুটোই সুপার হিট হয়েছিল।।
KGF Chapter 2 এর আগে, সঞ্জয় দত্ত পানিপথ ছবিতে আহমেদ শাহ আবদালির খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি ফ্লপ হলেও সঞ্জয় দত্তের অভিনয় প্রশংসিত হয়।
অগ্নিপথ ছবিতে সঞ্জয় দত্ত কাঞ্চা চিনার ভূমিকায় অভিনয় করেছিলেন। এই খলনায়ক চরিত্রটি এর জন্য সঞ্জয় দত্ত ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিল।
মুসাফির ছবিতে মুসা ভাই নামের নেতিবাচক চরিত্রে সঞ্জয় দত্তকেও দেখেছেন দর্শক। ছবিতে ভিলেনের ভূমিকায় ছিলেন সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্ত বাস্তব নামক ছবিতে রঘু নামে একটি খলনায়ক এর চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির জন্য সঞ্জয় দত্ত সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন।