অভিনেত্রীদের গুণের সাথে সৌন্দর্যতাও জরুরি। এমনই অনেক বলিউড অভিনেত্রী (Bollywood Acctress) আছেন যারা নিজেদের সৌন্দর্য দিয়ে রাতারাতি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। বেশ কিছু অভিনেত্রী সময়ের সাথে সাথে অভিনয় জগত থেকে বিরতি নিয়ে নিজের সংসার জীবনে মনোযোগ দিয়েছেন। আবার কেউ কেউ আজও সফলতার চূড়ায় পৌঁছে একের পর এক সুপারহিট সিনেমা ও ওয়েব সিরিজ উপহার দিয়ে চলেছেন দর্শকের। অভিনেত্রীদের বয়স বাড়লেও তাদের সৌন্দর্য দেখে বোঝা যায় না। মনে হয় যেন ১৮ বছরের যুবতী। আজ এই প্রতিবেদনে এমনই কয়েক জন অভিনেত্রীর নাম রইল।
১) রেখা (Rekha)
৯০ দশকের এই জনপ্রিয় অভিনেত্রী (Rekha) দক্ষিণ ভারতের মেয়ে হওয়া সত্ত্বেও বলিউডে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। এখনও পর্যন্ত তিনি মোট ১৮০টি চলচ্চিত্রে অভিনেত্রী অভিনয় করেছেন। তার সুন্দর ট্রাডিশনাল সাজসজ্জার সামনে সকল অভিনেত্রীর সৌন্দর্য ফিঁকে পড়ে যায়। বর্তমানে তার বয়স ৬৮ বছর হওয়া সত্ত্বেও তিনি এখনও ভীষণ চিরসবুজ।
২) হেমা মালিনী(Hema Malini):
বলিউডের সকলের এই ড্রিম গার্ল অভিনেত্রী (Hema Malini) দক্ষিণে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় বহু সুপারস্টার অভিনেতাই এই অসম্ভব সুন্দরী প্রেমে পড়েছিলেন। ৭৮ বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তিনি আজও সেই আগের মতোই সুন্দরী।
৩) শর্মিলা ঠাকুর(Sharmila Tagore):
এই বাঙালি সুন্দরী অভিনেত্রীর (Sharmila Tagore) প্রতি মুগ্ধ হয়ে নবাব পতৌদি তাকে বিয়ে করেছিলেন। এখনও এই রাণীর ৭৮ বয়স হলেও তার মিষ্টি হাসিতে সবাই মাতোয়ারা হয়ে পড়েন।
৪) মাধুরী দীক্ষিত(Madhuri Dixit):
৯০ দর্শকদের এই অভিনেত্রীর (Madhuri Dixit) জন্য আট-আশি সকলেই পাগল ছিল। তার নাচের তালে সেই সময়ের মতো আজও বহু পুরুষ মুগ্ধ হতেন। এখন যে তার ৫৫ বছর বয়স পূর্ণ হয়েছে তা দেখলে মনেই হয় না।
৫) জুহি চাওলা(Juhi Chawla):
৯০ দশকের অভিনেত্রীদের মধ্যে প্রথম সারির অভিনেত্রী ছিলেন জুহি চাওলা (Juhi Chawla)। তার মিষ্টি হাসিতে মুগ্ধ হয়েছিলেন সবাই। বয়স ৫০ পেরিয়ে গেলেও আজও তিনি গ্ল্যামারাস।
৬) কাজল(Kajal):
বলিউডে শাহরুখ-কাজলের (Sharukh-Kajal) জুটি ছিল সকলের প্রিয়। অবশ্য আজও তাই। এই মিষ্টি দেখতে অভিনেত্রীর প্রেমে অনেক অভিনেতাই হাবুডুবু খেয়েছিলেন। অবশেষে এই অভিনেত্রী বিবাহ করেন বলিউডের অন্যতম অভিনেতা অজয় দেবগন’কে। বয়স ৪৮ পেরোলেও আজও কাজলকে (Kajal) আগের মতোই সুন্দরী লাগে।
৭) সুস্মিতা সেন(Susmita Sen):
আত্মবিশ্বাস সম্পন্ন সাহসী অতুলনীয় সুন্দরী অভিনেত্রী হলেন সুস্মিতা সেন (Susmita Sen)। তিনি “মিস ইউনিভার্স” (Miss Universe) খেতাবও জিতেছিলেন। তিনি অভিনয় জগতে বর্তমানে খুব বেশি সক্রিয় নন। বয়স ৪৭ পেরোলেও বেশ যত্নসহকারে ধরে রেখেছেন।
৮) ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan):
বিশ্ব সুন্দরীদের কথা মনে পড়লে প্রথমেই যে অপরূপ সুন্দরীর ছবি চোখের সামনে ফুটে ওঠে তিনি হলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বলিউড-হলিউড দুটি ইন্ডাস্ট্রিতেই তিনি দক্ষতার সাথে বহুবছর ধরে অভিনয় করেছেন। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রীর সৌন্দর্যে সামনে সব অভিনেত্রীরা ব্যর্থ।