Skip to content

মহাকাশে এক ভয়ংকর রহস্যজনক শব্দের হদিশ পেল ইউরোপের মহাকাশ সংস্থা! দুর্বল হৃদয়ের মানুষেরা শুনবেন না

    img 20221108 085720

    চলতি সপ্তাহেই একটি ৫ মিনিট ১০ সেকেন্ডের ভীতিকর অডিও প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA)। জানা গেছে এটা হল পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শব্দ।  মার্কিনের মহাকাশ সংস্থান নাসার মতে, পৃথিবীর অভ্যন্তরে যে চুম্বকত্ব বর্তমান তা গ্রহের চারপাশে একটি ধূমকেতুর মতো আকৃতির অঞ্চল তৈরি করে। যাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এই চুম্বকত্ব সূর্য এবং মহাজাগতিক কণার বিকিরণ থেকে রক্ষা করে।

    Sun and earth

    এছাড়াও একটি আবরণ তৈরি করে বায়ুমণ্ডল সৌর বায়ুর বিরুদ্ধে। প্রসঙ্গত ESA-এর মতে, ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা চৌম্বক সংকেতকে রূপান্তরিত করেছে শব্দ সংকেতে। যার শব্দ অত্যন্ত ভয়ঙ্কর। যা শুনলে আপনার রীতিমত ভয় হবে।

    Radioactive wave

    খবর সূত্রে জানা গেছে, চোখে দেখা যায় না চৌম্বক ক্ষেত্রটি। তাও বিজ্ঞানীরা অনেক পরীক্ষা-নীরিক্ষা করে এই সংকেতকে শব্দ সংকেতে রূপান্তরিত করেছেন। ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির সুরকার এবং প্রকল্প সমর্থক ক্লাউস নিলসেন (Klaus Nielsen is a composer and project supporter at the Technical University of Denmark) এই প্রচেষ্টা নিয়ে বিস্তারিত জানিয়ে বলেছেন, ‘এই অবিশ্বাস্য কাজটি সম্পন্ন করার জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থার গ্রুপ স্যাটেলাইট সহ আরও অনেক উৎস থেকে এ বিষয়ে ডেটা সংগ্রহ করেছে।’ এক কথায় বলা যায় এই আবিষ্কারটি শিল্প ও বিজ্ঞানকে একত্রিত করেছে।