খুব শীঘ্রই ভারতের বাজারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের(Elon musk) বৈদ্যুতিক গাড়ি মেনুফেকচারিং কোম্পানি Tesla Electric Car লঞ্চ করতে চলেছে। সম্প্রতি ভারত সরকার Tesla এর তিন ধরনের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার অনুমতি দিয়েছে এবং এই নিয়ে সর্বমোট খুব শীঘ্রই ভারতে Tesla এর সাতটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ হতে চলেছে।
আগস্ট মাসে 4 ধরনের ইলেকট্রিক গাড়ি ও সম্প্রতি তিন ধরনের ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার অনুমতি দেওয়া হয়েছে।
চলতি বছরের আগস্ট মাসে Tesla কোম্পানির চার ধরনের ইলেকট্রিক গাড়ি কে হোমোলোগেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। এবং সম্প্রতি আরও তিন ধরনের ইলেকট্রিক গাড়ি কে এই হোমোলোগেশন সার্টিফিকেট দেওয়া হল। তবে সম্প্রতি যে তিন ধরনের গাড়ি কে ওই সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই গাড়ি তিনটি এর মডেল সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়নি। তবে ভারতের রাস্তায় টেসলা (Tesla) এর Model 3S এবং Model YS চলতে দেখা গেছে।
ভারতে পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে টেসলার ইলেকট্রিক গাড়ি।
ভারতের রাস্তায় টেসলা কোম্পানির ইলেকট্রিক গাড়ি নামানোর আগে সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যেহেতু আমেরিকার পরিবেশ এবং ভারতের পরিবেশ এর যথেষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া অন্য দিকে ভারত সরকারও টেসলা কোম্পানির মধ্যে এই গাড়ির আমদানি শুল্ক কমানোর উপরও কথাবার্তা চলছে।
কখন ভারতে তৈরি হবে টেসলা কোম্পানির কারখানা?
ভারত সরকার যদি টেসলার ইলেকট্রিক গাড়ি গুলিকে ভারতে লঞ্চ করার অনুমতি দিয়ে দেয় তবে খুব শীঘ্রই ভারতে টেসলা এর কারখানা তৈরি করার কাজ শুরু হয়ে যাবে। এরকমই জানিয়েছেন টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক। সূত্র মারফত জানা যাচ্ছে ভারত সরকার টেসলা কোম্পানির কাছে আমদানি শুল্ক 40 শতাংশ পর্যন্ত কমানোর দাবি রেখেছে। এই সমস্ত শর্তসমূহ মেনে নিলেই খুব শীঘ্রই ভারতের রাস্তায় টেসলার ইলেকট্রনিক গাড়ি দেখা যাবে।