Skip to content

ভারতে কত টাকা থেকে শুরু Elon musk এর Starlink ইন্টারনেটের দাম, বেরিয়ে এল তালিকা

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক(Elon musk) ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করতে জোর কদমে কাজ শুরু করেছে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক কে একবার ছাড়পত্র দিয়ে দিলেই তারা ভারতে ইন্টারনেট পরিষেবা দেওয়া সব কাজ শুরু করতে পারবে। ভারতে স্টারলিঙ্ক(Starlink) ইন্টারনেট পরিষেবা দেওয়া শুরু করলি সরাসরি টক্কর মুকেশ আম্বানির(Mukesh ambani) রিলায়েন্স জিও(Reliance jio) কে।

Elon musk

ভারতের স্টারলিংক এর পরিষেবা, দাম সহ অন্যান্য সকল তথ্য কয়েকদিন আগে স্টার লিঙ্কের ভারতের প্রধান সঞ্জয় ভার্গব প্রোফাইলে শেয়ার করেছেন। ওই তথ্য অনুসারে আগামী বছর অর্থাৎ 2022 সালের এপ্রিল মাস থেকেই স্টারলিঙ্ক ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু করে দেবে।

এই সংস্থার প্রাথমিক প্রধান লক্ষ্য ভারতের গ্রামীণ অঞ্চলে দু’লক্ষ কানেকশন বসানো। তবে ইন্টারনেট কানেকশন এর দাম কত হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে সংস্থার তরফ থেকে যতটুকু জানা যাচ্ছে এই যে প্রথম বছর ইন্টারনেট কানেকশনের দাম হতে পারে 1 লক্ষ 58 হাজার টাকা। দ্বিতীয় বছরে সেটি কমে হবে 1 লক্ষ 15 হাজার টাকা।

 

প্রাথমিক ক্ষেত্রে যন্ত্রাংশ বোঝানোর জন্য এই সংস্থা 37,400 টাকা এবং প্রতিমাসে সার্ভিস চার্জ হিসেবে 7,425 টাকা নেবে। মূলত স্কুল ও প্রাথমিক স্বাস্থ্য দপ্তর গুলোতে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গ্রামীণ অঞ্চলগুলোকে।

Starlink

কারণ ভারতের সবচেয়ে বেশি মানুষ বসবাস করে গ্রামাঞ্চলের এবং গ্রামের এক বৃহৎ অংশকে তাদের ইন্টারনেট পরিষেবার আওতায় আনা প্রধান লক্ষ্য। আশা করা যাচ্ছে আগামী বছরের শুরুর দিকেই এই দেশে স্টারলিঙ্ক এর ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে।