Skip to content

পায়ের পড়েন 20 নম্বর জুতো, প্রতিদিন খান 5 কেজি মুরগি! রইল ‘দ্য গ্রেট খালি’র খাদ্যতালিকা

the great khali menu

বিখ্যাত টিভি শো ডাবলু ডাবলু ই (WWE) র প্রাক্তন রেসলার দ্য গ্রেট খালি (The great Khali) কে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। বেশ কিছুদিন আগে এই বিখ্যাত রেসলার ভারতীয় এক রাজনৈতিক দলের সাথে যুক্ত হন সেই রাজনৈতিক দলের নাম ভারতীয় জনতা পার্টি। খালি ভারতের হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেন এই বিখ্যাত ব্যক্তিত্বের আসল নাম দালিপ সিং রানা।

ডাবলু ডাবলু ই নামক টিভি শোতে নিজের স্বাস্থ্য বলে খালি আন্ডারটেকার, কেন এবং জন সিনার মতন ক্ষত বিশ্ব বিখ্যাত ফাইটারদের হারিয়েছেন। এবং একই সঙ্গে নিজের দেশ অর্থাৎ ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে। ডাবলু ডাবলু ই খ্যাত এই ফাইটার ২০০২ সালে জলন্ধরের নূরমহলের বাসিন্দা হরমন্দির কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খালি ওয়ার্ল্ড হেভিওয়েট খেতাব জয় করেন। খলি এবং তার স্ত্রীয়ের শারীরিক গঠনের মধ্যে অনেকটা পার্থক্য থাকলেও তাদের বৈবাহিক সম্পর্কের বন্ধন খুব শক্ত।

বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পরই খালি এই ফাইটার জগতে যোগদান করেন। তারপর থেকে খালি কে আর কোনদিন পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৪ সালে খলির এবং হরমন্দিরের এক কন্যা সন্তান জন্মায় তার নাম অ্যাভলিন রানা। ১২ বছর বয়সী মেয়ে অ্যাবলিনকে তার বাবা খলির মত একজন কুস্তিগীর বানাতে চান হরমন্দির। নেট মাধ্যমে নিজের পরিবারের সঙ্গে এবং মেয়ের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের সময় মাঝেমধ্যেই তুলে ধরেন খালি।

 

এক রিপোর্ট থেকে জানা যায় দ্য গ্রেট খালি একজন রোমান্টিক হাজবেন্ড তিনি এও জানান যে তিনি সুযোগ পেলেই তার স্ত্রীকে কোনো না কোনো উপহার দিতে পছন্দ করেন। কোন সিনেমা দেখতে গিয়ে তাকে নিয়ে লোকেদের মাতামাতি এবং তাকে দেখার ভিড় তৈরি হওয়া সেটি খালি একেবারেই পছন্দ করেন না তাই তিনি সেটি এড়িয়ে চলতে পছন্দ করেন।

এবার জেনে নেওয়া যাক বিখ্যাত কুস্তিগীর খলির শারীরিক কিছু বৈশিষ্ট্য এবং কিভাবে তিনি নিজের শারীরিক সক্ষমতা ধরে রেখেছেন। কুস্তিগীর খলির দৈহিক উচ্চতা 7 ফুট 1 ইঞ্চি এবং ওজন ১৫০ থেকে ১৬০ কেজি। কুস্তিগীরের পায়ের মাপ কুড়ি নাম্বার তিনি প্রতিদিন ৫ কেজি মুরগির মাংস, ৫৫ টি ডিম, ১০ লিটার দুধ এবং ৬০ থেকে ৭০ টা বাটোরা খান।। চিকেন কষা ও ডিমের তরকারি খেতে পছন্দ করেন। খালি যেমন ভালো খান তেমনি ভালো রান্নাও করেন।