আজকের দিনে ইউটিউব (YouTube) এমন একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে অসংখ্য মানুষ উপার্জন করার পথ খুঁজে পেয়েছে। একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের থেকে বেশি সংখ্যায় কামাচ্ছেন বহু মানুষ। ঘরে বসেই নাচ, গান থেকে শুরু করে মজার কন্টেন্ট বানিয়ে ইউটিউবে আপলোড করেই লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন ক্রিয়েটররা (Content Creator)। তাই চাকরির পিছনে না দৌড়ে এই কাজটাকেই তারা পেশায় পরিণত করেছে।
জেনে নিন এমনই কয়েকজন ইউটিউবারের নাম :—
অজয় নাগর (Ajay Nagar)-
সোশ্যাল মিডিয়ার দৌলতে এই অজয় নাগর নামটি অনেকে না জানলেও ‘ক্যারিমিনাতি’কে (Carryminatee) চেনেন না এমন মানুষ খুব কমই আছে। এই মুহূর্তে ভারতীয় ইউটিউবারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলেন তিনি। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে মাসে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা উপার্জন করেন। এর মধ্যে বিজ্ঞাপন থেকেই ২০-৩০ লক্ষ টাকা আয় হয় এবং স্পন্সর থেকে আসে ১৫ লক্ষ টাকা। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৮০ কোটি টাকা।
ওয়ান্ডার মুন্না (Wander Munna)-
বাঙালি মেয়ে ইউটিউবারদের (Youtuber) মধ্যে “ওয়ান্ডার মুন্না” (Wonder Munna) রয়েছেন সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে। ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মিলিয়ে মুন্নার লক্ষাধিক ফ্যান ফলোয়ার্স। জানিয়ে রাখি, ‘ওয়ান্ডার মুন্না’ অর্থাৎ ইন্দ্রানী বিশ্বাস (Indrani Biswas) প্রতি মাসে প্রায় ৮-৯ লক্ষ টাকা আয় করেন।
কিরণ দত্ত (Kiran Dutta)-
বাঙলায় প্রথম ইউটিউব শুরু করেছিলেন ‘বং গাই’ (Bong Guy) ওরফে কিরণ দত্ত (Kiran Dutta)। যিনি ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি দাদাগিরি’র মঞ্চে এসে জানিয়েছিলেন, “ইঞ্জিনিয়ারদের তুলনায় ৬-৭ গুণ উপার্জন হয় তার। খোদ সৌরভ গাঙ্গুলীও মজা করে ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছিল। প্রতি মাসে কিরণ দত্ত (Kiran Dutta) ১০ থেকে ১২ লক্ষ টাকা উপার্জন করেন।