Skip to content

দক্ষিণের এই ৪ জন জনপ্রিয় অভিনেত্রী যারা বলিউডে এসে হয়েছেন নেপোটিজমের শিকার,পাননি যোগ্য সম্মান!

  img 20230109 205931

  বর্তমানে নেটিজেনরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে গেলে প্রথমেই নির্বাচন করে নেন বলিউড সিনেমা (Bollywood Cinema) দেখবেন নাকি দক্ষিণী সিনেমা (South Indian Cinema) দেখবেন। এখনো পর্যন্ত ২০২১ থেকে ২২ সালের মধ্যে প্রেক্ষাপটে মুক্তি পাওয়া বহু দক্ষিণী  সিনেমা পরপর ব্লকবাস্টার সুপার হিট হয়েছে। বর্তমানে বলিউডের অবস্থা খুবই শোচনীয়। গত বছরে হাতেগোনা কয়েকটি সিনেমা ব্লকবাস্টার হিট হলেও প্রায় ৩৯টির মত বলিউড সিনেমা ফ্লপ হয়েছে।

  South actress

  এবার আসি আসল প্রসঙ্গে। বেশ কয়েক বছর পূর্বে আমরা দক্ষিণী অভিনেত্রীদের এত বেশি চিনতাম না। তবে তারা বর্তমানে বলিউডে অভিনয় করার সুবাদে আমরা কমবেশি এখন প্রত্যেক অভিনেত্রীকেই চিনি। তবে এই ৪ জন অভিনেত্রী (4 South Indian Acctress) দক্ষিণে প্রচুর হিট সিনেমায় অভিনয় করলেও বলিউডে তাদের সিনেমাগুলি পর পর ফ্লপ হয়েছে। এই অভিনেত্রীরা বলিউডে নেপোটিজমের কারণে নিজেদের বিশেষভাবে স্থান তৈরি করতে পারেননি।

  ১)  পূজা হেগড়ে (Pooja Hegde):

  Pooja Hegde

  দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা পূজা হেগড়ে বলিউডে নিজের স্থান তৈরি করতে এসেছিলেন। তিনি বলিউডের আত্মপ্রকাশ করেছিলেন হৃত্বিক রোশনের বিগ বাজেটের সিনেমা মহেঞ্জোদারো সিনেমার মাধ্যমে। যদিও এই সিনেমায় তার অভিনয় এবং সবকিছু দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। এরপরেও পূজা বেশ কয়েকটি বলিউড সিনেমায় অভিনয় করলে সেগুলি চূড়ান্তভাবে ফ্লপ হয়েছে।

  ২) তামান্না ভাটিয়া (Tamanna Bhatia):

  Tamanna Bhatia

  দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী হলেন তামান্না ভাটিয়া। দক্ষিণী চলচ্চিত্রে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তার প্রকৃত সৌন্দর্যের কারণে তিনি বেশ প্রশংসিতও হন। তবে এই অভিনেত্রীও বলিউডে নিজের জায়গা তৈরি করতে এসেছিলেন। তবে তিনিও ব্যর্থ হয়েছেন।

  See also  মিঠুনের পুত্রবধূর কাছে পাত্তা পাবে না বলিউড অভিনেত্রীরও, সৌন্দর্যের দিক থেকে টেক্কা দেয় ঐশ্বর্য রাইকেও

  ৩) রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)

  Rashmika Mandanna

  ২০১৬ সালে তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনয় জগতে প্রবেশ করেন। তবে এই কয়েকটি বছরের মধ্যেই তিনি চলচ্চিত্র জগতের অন্যতম মুখ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি সমস্ত পুরুষদের ক্রাশ। এই অভিনেত্রী বলিউডে ও তার জায়গা তৈরি করতে এসেছিলেন তবে সেভাবে সফলতা পাননি।

  ৪) তৃষা কৃষ্ণান (Trisha Krishnan):

  Trisha Krishnan

  দক্ষিণী চলচ্চিত্রের আরও একজন অন্যতম অভিনেত্রী হলেন তৃষা কৃষ্ণান। তাকে বলিউডে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে খাট্টা মিঠা সিনেমাতে। দক্ষিণ সিনেমায় এই অভিনেত্রী অনেক প্রভাব থাকা সত্ত্বেও বলিউডে জায়গা করে নিতে পারেননি।