Skip to content

কখনোও মহিলাদের সাথে করবেন না এই কাজ, করলেই বিনাশ অনিবার্য! জানুন এ বিষয়ে কি বলে গিয়েছেন চাণক্য

img 20230309 095204

প্রাচীন পৃথিবীতে অনেক সেরা দার্শনিকরা রয়েছেন। কিন্তু যদি একজন ব্যক্তির মধ্যেই সেরা দার্শনিকতা, রাজনৈতিকতা এবং অর্থনীতিবিদের বৈশিষ্ট্য পাওয়া যায় তবে সেই ব্যক্তি হলেন একজনই। তিনি হলেন অর্থশাস্ত্রের লেখক চাণক্য (Chanakya)।  তার লেখা অর্থশাস্ত্রের মাধ্যমে তিনি ভারতীয় উপমহাদেশের রাজনীতি এবং অর্থনীতির সমস্ত হালেরই বদল ঘটিয়েছিলেন।

Chanakya

চাণক্যের নীতি (Chanakya’s principle) গুলি আমাদের জীবনের বিভিন্ন সমস্যায় আগে থেকেই সতর্কবার্তা হিসাবে কাজে লাগে। আজ আমরা এই প্রতিবেদনে চাণক্য মহিলাদের নিয়ে কি সতর্কবাণী করেছেন তা জেনে নেব (Let’s find out what Chanakya warned about women)। আচার্য চাণক্য তার নীতি শাস্ত্রে এমন অনেক কথা বলেছেন যা একটি ব্যক্তিকে তার চলার পথে সঠিক পথ দেখাতে পারে। বর্তমানে আলোচ্য বিষয় হলো তিনি নারীকে নিয়ে কি বলেছেন।

Chanakya niti

১) একজন নারীকে কখনোই অন্য কারো হাতে তুলে দেওয়া উচিত নয়। অর্থ্যাৎ আচার্য চাণক্যের মতে, বাড়িতে নারীকে কখনোই অন্য কারোর ভরসায় রেখে দেওয়া উচিত নয়।

২) আচার্য চাণক্যের মতে, নারী পুরুষের থেকে চারগুণ বেশি বুদ্ধিমতী হয়। তীক্ষ্ণ বুদ্ধিসত্ত্বা থাকার কারণে নারীরা খুবই ভালোভাবে পারিবারিক দায়িত্ব পালন করতে পারেন। যেকোনো সমস্যা থেকে তারা বুদ্ধির সাহায্যে বেরিয়ে আসতে পারেন।

Women

৩) আচার্য চাণক্য বহুবার জানিয়েছেন,  নারীকে শক্তিশালী এবং শিক্ষিত করে তোলা কতটা জরুরী। নারীদের যদি স্বয়ংসম্পূর্ণ করে তোলা যায় তবেই বাড়ি, সমাজ শিক্ষিত এবং সমৃদ্ধশালী হয়ে উঠবে।