দেশের সপ্তম ও বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)-এর যাত্রীসহ যাত্রা শুরু হতে চলেছে। একটি পারিবারিক দুর্ঘটনার কারণে স্বশরীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Chife Minister Narendra Modi) এই এক্সপ্রেস উদ্বোধন করতে না পারলেও, ভার্চুয়াল ভাবে তিনি এই এক্স প্রেসের উদ্বোধন করেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এই উদ্বোধনে উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক এই ট্রেনটি পশ্চিমবঙ্গে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে (Howrah to NJP Route) চালু হয়েছে। সূত্র অনুযায়ী জানা গেছে, এই ট্রেনটি তিনটি স্টপেজ মালদা টাউন (Malda Town), বোলপুর শান্তিনিকেতন স্টেশন (Bolpur Santiniketan Station), বারসোই স্টেশন (Barsoi Station) -এ থামবে। তবে আপনি কি জানেন এই ট্রেন ভ্রমণ করতে খুব বেশি খরচের প্রয়োজন নেই। চলুন প্রতিবেদনে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সিসি ও ইসি হিসাবে দেওয়া সক্ষম এই বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) ভাড়া। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি সফরে সিসি খরচ পড়বে ১৫৬৫ টাকা এবং ইসি ভাড়া ২৮২৫ টাকা। অপরদিকে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া রওনা হতে সিসি এবং ইসি খরচ পড়বে যথাক্রমে ১৫৪৫ টাকা এবং ২৬৭০ টাকা।তবে আপনি কি জানেন মাত্র ৪৩০ টাকা ভাড়াতেও এই ট্রেনে যাত্রা করতে পারবেন আপনি। অবাক হচ্ছেন তাই তো? না একথা সত্যি। জেনে নিন কিভাবে পাবেন এই সুযোগ।
মনে করুন আপনি মালদা টাউন থেকে বারসোই (Malda To Barsoi) যেতে চান, তবে সেক্ষেত্রে মাত্র ৪৩০ টাকা সিসি খরচ ও ৮২৫ টাকা ইসি খরচেই ভ্রমণ করতে পারেন আপনি। অন্যদিকে ফেরার পথে আপনার খরচ হবে সিসি ও ইসি ভাড়া হিসাবে ৪৪৫ টাকা ও ৮৪০ টাকা।
অর্থাৎ আপনি যদি মালদা টাউন স্টপেজ থেকে বারসোই পর্যন্ত এই ট্রেনে যাতায়াত করেন, তবে সেই রুটেই আপনার ভাড়া কম হবে। অর্থ্যাৎ একটি স্টপেজ থেকে অন্য স্টপেজে গেলে আপনার ভাড়া পড়বে ৪৩০ টাকা।