সুগার বা মধুমেয় রোগটি আমাদের অনেকেরই হয়। যখন ওষুধে কাজ হয় না তখন আমাদের ইনসুলিন নিতে হয়। ইনসুলিন মানেই ওষুধের বিকল্প। ইনসুলিন মানে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করার সহজপন্থা। কিন্তু আপনি কি জানেন প্রকৃতির কোলে অযত্নে বড় হয়ে উঠছে, কয়েক হাজার ইনসুলিন গাছ? কৃত্রিম ইনসুলিন ইঞ্জেকশন আপনাকে যতটা সুস্থ করবে তার থেকেও অনেক বেশি সুস্থ করার ক্ষমতা রাখে এই ইনসুলিন গাছ। এই গাছের উপকারিতা শুনলে চমকে যেতে হয়।
গ্রামীন এলাকার এই ভেষজ উদ্ভিদের একাধিক ভেষজ গুণ রয়েছে। এই গাছের পাতাতেই রয়েছে মধুমেয় রোগের সমাধান। গাছের পাতায় এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যা সুগার কমাতে সাহায্য করে। এছাড়া এই উপাদান আপনার শরীর ভালো রাখতে ও সাহায্য করবে। তাই সুগার কমানোর পাশাপাশি আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই ইনসুলিন গাছের পাতা খেতে পারেন।
ইনসুলিন গাছ হল কোস্টাসিয়া গোষ্ঠীর। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে ইনসুলিন গাছ মধুমেয় রোগ কমাতে সাহায্য করে। এই গাছ এশিয়া মহাদেশে পাওয়া যায় অনেক বেশি পরিমাণে। এই গাছের মধ্যে রয়েছে প্রোটিন আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রক্তে সুগার কমানোর পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি এই উদ্ভিদ কোলেস্টেরলের মাত্রা কমানো, কিডনিকেও সুস্থ রাখতে সাহায্য করে। সব থেকে বড় ব্যাপার এই উদ্ভিদ ক্যান্সার রোগ নিরাময় করতেও সাহায্য করে। ব্লাড প্রেসার, চামড়ার সমস্যা সহ একাধিক অসুখ থেকে আপনাকে মুক্তি দিতে পারে ইনসুলিন গাছ। আপনি চাইলেই এই গাছ লাগাতে পারেন আপনার বাড়িতে। খুব সামান্য পরিচর্যা এই গাছ বংশ বিস্তার করতে পারে তাই আপনার কোন সমস্যা নেই। তবে এই গাছের পাতা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।