Skip to content

২১ বছর আগে তোলা এই ছবিতে শাহরুখ খানের সাথে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেটিকে দেখে চিনতে পারছেন?

img 20221009 085207

প্রত্যেকেই বলিউডের নিজের পছন্দের তারকাদের ব্যক্তিগত জীবন তথা যাবতীয় বিষয় সম্পর্কে জানতে বিশেষভাবে আগ্রহী। বিশেষ করে অনেকেই আছেন যারা সেলিব্রেটিদের শৈশবের ছবি দেখলে খুবই খুশি হয়ে ওঠেন। মাঝে মাঝে তাদের ব্যক্তিগত জীবনের পরিপ্রেক্ষিতে শৈশবকালের খবরও শিরোনামে উঠে আসে।

Little Vicky Koushal

 

সম্প্রতি এমন একটি  বলিউড অভিনেতার (Bollywood Actor) শৈশবকালের ছবি (Childhoo Pic) শিরোনামে উঠে এসেছে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে পড়েছে এই ছবি। তবে অনেকেই এই বাচ্ছা ছেলেটির আদল দেখে বুঝতে পারছেন না তিনি কোন অভিনেতা। আজ এই প্রতিবেদনে এই বিষয়েই বিস্তারিত জেনে নিন।

Vicky Koushal with sahrukh khan

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গেছে শাহরুখ খান সহ আরো দুটি শিশু তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। ছবিটা দেখতে পাওয়া এই শিশুটি বর্তমানে বলিউডের অন্যতম সুপারস্টার ভিকি কৌশল (Vicky Koushal)। তার স্ত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) বলিউডে দীর্ঘকাল ধরে বিরাজ করছেন। এছাড়াও ছবিতে তার ভাইয়ের সানি (Sunny Kaushal) কৌশলকেও দেখা গেছে। ২১ বছর আগে তোলাই দুর্দান্ত ছবিটি সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছেন ভিকি কৌশল এর বাবা শ্যাম কৌশল (Shyam Kaushal)।

Vicky Koushal with his father

ভাইরাল হওয়া ছবিটি ‘অশোকা’ (Ashoka) সিনেমাটির সেটে তোলা হয়েছিল। শ্যাম কৌশল ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “২০০১ সালে ‘অশোকা’ ছবির শুটিংয়ের সময় ঈশ্বরের কৃপায় এই ছবিটি তোলা হয়েছিল।” তখন ভিকি কৌশল অষ্টম শ্রেণীতে পড়তেন। তখন হয়তো কেউই জানত না ছবিতে দেখতে পাওয়া এই ছোট্ট ছেলেটি বর্তমানে বলিউডে রাজত্ব করবেন। ছবিটি দেখামাত্রই অনুরাগীরা তা ভীষণ পছন্দ করেছেন এবং সাথে সাথে মন্তব্য করে প্রশংসার ঝড় তুলেছেন।

Vicky Koushal with Katrina Kaif

২০২১ শে ডিসেম্বরে তিনি তার পছন্দের অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার নিজস্ব কোটি কোটি ফ্যান ফলোয়ার্স রয়েছে। ২০১৫ সালে মুক্তি প্রাপ্ত ‘মাসান’ (Masaan) ছবির মধ্যে দিয়ে তিনি বলিউডে ডেবিউ করেছিলেন এবং তারপর থেকে একের পর এক বল্কবাস্টার সিনেমা বক্স অফিস সহ দর্শকদের উপহার দিয়েছেন তিনি।