Skip to content

ভারতের তাজমহল সহ বিশ্বের এই ৫ টি বিশেষ স্থান যার ওপর দিয়ে বিমান ওড়া সম্পূর্ণ নিষেধ, কিন্তু কেন?

img 20230124 111024

এই পৃথিবীতে এমন অনেক স্থান আছে যে সম্পর্কে মানুষ জানলে ভীষণভাবে অবাক হন। তেমনই একটি স্থান হল ‘নো ফ্লাই জোন’ (No Fly Zone) অর্থ্যাৎ  এই স্থানের উপর দিয়ে বিমান ওড়ে না। বিশেষত ওই স্থানগুলি যুক্ত থাকে সামরিক ঘাঁটি বা কোনও দেশের নিরাপত্তা রেখার সঙ্গে।

আজ এই প্রতিবেদনে এমন ৫ টি স্থান সম্পর্কে জেনে নিন যেখানে বিমান ওড়া নিষিদ্ধ।

১) তাজমহল (Tajmahal)

Tajmahal

ভারতে তাজমহল এমন একটি স্থাপত্য যা ইউনেস্কোর পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়েছে। পৃথিবীর সপ্তম এই আশ্চর্যতম স্থাপত্যের উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার সময় কম্পনের ফলে তাজমহলের উপর খারাপ প্রভাব পড়তে পারে, তাই এই স্থানে বিমান ওড়া নিষিদ্ধ।

২) তিব্বতে অবস্থিত মাউন্ট এভারেস্ট এবং কে’টু (Mount Everest and K’Too are located in Tibet)

Mount Everest

তিব্বতেই বিশ্বের সবচেয়ে উঁচু দুটি শৃঙ্গ অবস্থিত। এই স্থানগুলির উপর দিয়ে নিষিদ্ধ রয়েছে বিমান ওড়া। কারণ যদি এই স্থানের উপর দিয়ে বিমান উঠতে শুরু করে এবং উড়ার সময় একবার থেমে যায় তাহলে বিমানগুলি নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে এবং যার ফলে বিমানটি ক্র্যাশ হয়ে যেতে পারে। এছাড়াও, এই সমস্ত অঞ্চলের কোনও স্থানই নিরাপদ নয়, তাই এই সমস্ত স্থানে বিমান অবতরণ করে না।

৩) আন্দিজ পর্বতমালা (Andes Mountains)

Andes Mountains

এই পর্বতমালা সমুদ্র থেকে প্রায় ৭ হাজার ফিট উঁচুতে অবস্থিত। প্রায় ৬০০ বছর পূর্বে নির্মাণিত ইনকান সাম্রাজ্যের অন্যতম প্রতীক  এই সুন্দর স্থানের পর্যটন ও প্রসারের জন্য এবং পরিবেশটাকে ভালো রাখার জন্য এইখানে সম্পূর্ণভাবে বিমান ওরা নিষিদ্ধ করেছিলেন।

৪) মক্কা (Mecca)

Mecca

ইসলাম ধর্মের মানুষদের কাছে মক্কা একটি খুবই পবিত্র স্থান। এই স্থানে ইসলাম ধর্মের মানুষরা যেখানেই থাকুন না কেন একবার হলেও হজ করতে আসেন। তবে এই গুরুত্বপূর্ণ স্থানের উপর দিয়ে কোনদিন কোন বিমান ওড়া নিষিদ্ধ। যদি ভুলবশত কোন বিমান এই মক্কার উপর দিয়ে উড়তে দেখা যায়, তাহলে সেই সংস্থাকে মোটা অংকের জরিমানা দিতে হয়।

Lionel Messi

৫)  স্পেনের গাভা শহরটিও পরিবেশগতভাবে বিমান ওড়ার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই এলাকাতেই বসবাস করেন ফুটবলের রাজা মেসি (Messi)। এই স্থানগুলি বসবাসের দিক থেকে উপযুক্ত হলেও এই স্থানে বিমান ওড়া নিষিদ্ধ রয়েছে।