Skip to content

কেন রাস্তার ধারে গাছগুলির গুড়িতে সাদা রং করা হয়? ৯৯% মানুষের কাছে আসল কারণটি অজানা!

img 20230314 234408

পৃথিবীতে প্রত্যেক দেশেরই আলাদা আলাদা নিয়ম রয়েছে। কোথাও বাড়ি (House) তৈরির নিয়ম আলাদা, আবার কোথাও গাড়ি (Car Driving Rule) চালানোর নিয়ম অন্যধরনের। কোথাও আবার বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয়। অর্থ্যাৎ যে দেশে থাকতে হবে আমাদের সেই দেশের নিয়ম মেনে চলা জরুরি।

Tree

তবে এমনও কিছু নিয়ম আছে যা তৈরির পিছনে রয়েছে বহু অজানা কারণ। কিন্তু অনেকেই সেই কারণগুলো জানেনা। যেমন আমাদের শহর কলকাতায় অথবা অন্য কোন অঞ্চলেরও বড় বড় গাছের গায়ে সাদা রং করা থাকে (The tree is painted white)। আসা-যাওয়ার পথে আমরা অনেকেই সাদা রং করা আছে এমন গাছ দেখতে পাই। তবে কি কারণে সাদা রং করা হয়েছে তা জানিনা। আসুন আজই প্রতিবেদনে গাছে সাদা রং করার বিষয়ে বিস্তারিত জেনে নি।

Tree colouring

এর পিছনে এক বৈজ্ঞানিক রহস্য রয়েছে। গাছের গায়ে চুন দিয়ে সাদা রং করা থাকে। এই সাদা রঙের ফলে গাছের গায়ে কখনও পোকামাকড়, পিঁপড়ের উপদ্রব বাড়তে পারে না। উইপোকার থেকে বড় বড় গাছগুলি সুরক্ষিত রাখার জন্যও প্রত্যেকটি গাছের গায়ে সাদা রং করা হয়। এই রং-এর ফলে গাছের আয়ু দীর্ঘকাল স্থায়ী থাকে। এছাড়াও আরও একটি কারণ রয়েছে।

Tree

গবেষণার প্রমাণিত যদি চুন দিয়ে গাছের গায়ে ভালোভাবে রঙ করা থাকে তবে বাকল ফেটে যাওয়ার সম্ভাবনা কমে যায় এবং গাছটি দীর্ঘকাল মজবুত থাকে। এছাড়াও যখন দূরপাল্লার রাস্তায় আলো দেখা যায় না, তখন রাস্তার দিক নির্দেশক করে এই চুন ব্যবহৃত গাছগুলি।

Tree white colouring

কারণ অন্ধকারে গাছের গায়ে আলো পড়লে, রাস্তাটা স্পষ্ট বোঝা যায়। এর ফলে অতিরিক্ত অন্ধকারেও ড্রাইভার ভালোভাবে গাড়ি চালাতে পারে। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কমে যায়। এই সকল কারণের জন্য চুন লাগানো হয় গাছের গায়ে।