Skip to content

আপনি কি জানেন মালগাড়িতে স্টিয়ারিং এর মতো চাকা গুলি কেন লাগানো থাকে? জানুন এই চাকা গুলির আসল কাজ!

img 20230108 143923

আমরা সকলেই মালগাড়ি দেখেছি এবং লক্ষ্য করলে দেখা যাবে মালগাড়ির বগিগুলিতে স্টিয়ারিং-এর মতন নতুন চাকা লাগানো থাকে। তবে কেন চাকা লাগানো থাকে সেই ব্যাপারটি অনেকেই জানে না। জানেন মালগাড়ির বগিতে এগুলোর প্রধান কাজ কি? প্রেম তো একটি নির্দিষ্ট লাইন ধরে একটা করে তবে মালগাড়ির বগিতে এই স্টিয়ারিংগুলি থাকার কারণ কী? যদি না জানেন তবে এই প্রতিবেদনের জেনে নিন।

Goods train

 

প্রত্যেক মানুষের শুধু সাধারণ ট্রেন নয়, বরং মালগাড়ি নিয়েও বিভিন্ন ধরনের কৌতুহল দেখা যায়। আমরা সকলেই জানি, মালগাড়ি হল পন্দো পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম একটি ব্যবস্থা। তবে এই মালগাড়ির বগিতে কিছু বিশেষ ধরনের জিনিস লক্ষ্য করা যায়। যা দেখতে হুবহু অনেকটা স্টিয়ারিং এর মত কিংবা বলা যায় গাড়ির চাকার মত। কিন্তু প্রকৃত পক্ষে সেটা কি?

Goods train stearing

 

যদিও অনেকে মনে করেন এই চাকার মতন দেখতে স্টিয়ারিংগুলি মালগাড়ির স্টেফনি। তবে এই প্রতিবেদনে জেনে নিন যে এর কী কী গুরুত্ব আছে। প্রতিটি বগি থেকে মাটি স্পর্শ না করে এই স্টিয়ারিংগুলির সামান্য অংশ বেরিয়ে থাকতে দেখা যায়। তবে জানা গেছে প্রাথমিকদিকে এই চাকাগুলি ব্যবহার করা হতো না, সেই সময় কোনও স্টেশনে গাড়ি থামাতে বেশ অনেকটা বেগ পেতে হত। যদি কোনো স্থান ঢালু হয় তবে সেই জায়গায় ট্রেন থামানো ছিল খুবই দুষ্কর ব্যাপার।

Goods train stearing

তাই এই কঠিন কাজ থেকে রক্ষা পাওয়ার জন্য একসময় ট্রেনের গায়ে চাকার মতন এই জিনিস গুলি লাগানো হয়। এগুলির প্রকৃতি প্রায় লিভারের মতো। এই চাকাগুলি ট্রেনের হ্যান্ডব্রেক যেমন কাজ করে ঠিক সেই কাজই করে। প্রতিটি মালগাড়িকে এই স্টিয়ারিং গুলির সাহায্যে ঢালু জায়গায় সহজেই থামানো যায়। কোনও ঢালু জায়গায় গাড়ির চাকাগুলো জ্যাম করার জন্য এই চাকাগুলি ঘোরানো হয়। ফলে আটকে যায় এগুলি। এই চাকাগুলির সাহায্যে ঢালু জমিতে অনায়াসে মালগাড়িগুলি দাঁড়াতে পারে।