Skip to content

ছেলেদের জামার বোতাম ডানদিকে এবং মেয়েদের জামার বোতাম বামদিকে কেন লাগানো থাকে? জানুন আসল কারণ

img 20221229 123848

ঐতিহাসিকরা গবেষণার মাধ্যমে জানিয়েছেন, সিন্ধু সভ্যতার সময় থেকে জামাতে বোতাম লাগানোর চল শুরু হয়। সে সময় বিভিন্ন ধরনের উপাদান দিয়ে বোতাম বানানো হতো। যেমন – ঝিনুকের খোল, এছাড়াও আরও অনেক কিছু দিয়ে। তবে সভ্যতার যত পরিবর্তন হতে শুরু করে তখন থেকেই ছিদ্রযুক্ত বোতাম ব্যবহার শুরু হয়। তবে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যেকোন শার্টে পুরুষদের বোতাম ডানদিকে এবং মেয়েদের বামদিকে কেমন হয়? যদি না জানেন, তবে এই প্রতিবেদনে তা জেনে নিন।

Man women

পূর্বে উনিশ শতকের মাঝামাঝি যখন বোতাম দেওয়া জামার চল শুরু হয়, তখন তা ধনীরাই পড়তেন। পুরুষরা নিজেরাই জামা পড়তেন তাই তাদের জামার বোতাম গুলো লাগানোর মত ডানদিকে। কিন্তু তখনকার দিনের ধনী মহিলাদের জন্য দাসী নিযুক্ত থাকায় এবং দাসীরা যাতে সঠিক পদ্ধতিতে দ্রুত জামা পড়তে পারে সেই কারণে মহিলাদের জামার বোতাম লাগানো হতো বামদিকে।

Shirt

তবে জানেন কার দৌলাতে এমন ব্যবস্থা চালু হয়েছিল? ঐতিহাসিকদের মতে, এই ব্যবস্থা চালু করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট (Napoleon Bonaparte)। তিনি সবসময় শার্টের ভেতর তার বুকের কাছে হাত ঢুকিয়ে রাখতেন আর এই নিয়ে মহিলারা ব্যঙ্গ করায় তিনি নির্দেশ দিয়েছিলেন মহিলাদের শার্টের বোতাম যেন ছেলেদের শার্টের বোতামের উল্টো দিকে লাগানো হয়। অর্থাৎ বাম দিকে।

Shirt button

এছাড়াও জানা গেছে বেশিরভাগ মানুষের ডান হাতে কাজ করতে অভ্যস্ত আর যেহেতু পুরুষরাই বেশি শার্ট পড়ে তাই তাদের দ্রুত শার্ট খোলার সুবিধার্থে বোতাম ডান দিকে লাগানো হয়। আর অপরদিকে মহিলাদের ক্ষেত্রে শিশুদের স্তন্যপান করানোর সুবিধার জন্য জামার বোতাম লাগানো হয় বাম দিকে।