Skip to content

 ১লা এপ্রিলেই কেন ‘April Fool’ দিবস হিসেবে পালন করা হয়? কেন এই দিনে মানুষকে বোকা বানানো হয়? জানুন পুরো ইতিহাস

৩১ শে মার্চের রাত থেকেই মজার মানুষগুলো অপেক্ষায় থাকে যে কখন ১২টা বাজবে আর তারা ১লা এপ্রিলের (1st April) দিনে কাউকে বোকা বানাবে। আবার অনেকেই জানেন ১লা এপ্রিল যদি বুদ্ধি করে আত্মীয়-স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধবরা কোনও কথা বললে তাহলে আপনি বিশ্বাস করবেন না। আর যারা বিশ্বাস করেন তাদের নিয়েই হয় আসল মজা। তবুও অনেক সাবধানতা অবলম্বন করেও ‘এপ্রিল ফুল’ (April Fool) হয়ে যেতেই হয়। কিন্তু জানেন কি এই দিনটির আসল গুরুত্বটা কি?

April Fool

১লা এপ্রিল কেন সারা বিশ্বে এপ্রিল ফুল দিবস পালন করা হয় তা নিয়ে অনেকেরই বিভিন্ন মতামত রয়েছে। আগে শুধু ফ্রান্সের এবং ইউরোপের দেশে কিছু মানুষ এই দিনটি বিশেষভাবে পালন করত। তবে বর্তমানে সারাদিন শুধু এই ১ এপ্রিল দিনটি পালন করা হয়। ধীরে ধীরে চারিদিকে এই দিনটি সম্পর্কে ছড়িয়ে পড়ায় সকলেই কমবেশি ১লা এপ্রিল তারিখটিতে একটু দুষ্টুমি করার চেষ্টা করেন। সম্ভবত ১৯৮১ সাল থেকে এই প্রথা চলে আসছে।

April fool

তবে কেন এই ১লা এপ্রিল দিনটিকে সবাই ‘বোকা বানানো দিবস’ (April Fool) হিসেবে পালন করেন তার আসল রহস্য জেনে নিন। প্রচলিত কাহিনী অনুযায়ী ১৩৮১ সালে রাজা রিচার্ড এবং রানী অ্যান ঘোষণা করেছিলেন যে তারা ৩২ শে মার্চ নিজেদের বাগদান সারবেন। প্রথমে জনগণ এই কথাটি শোনা মাত্র দারুণ খুশি হয়েছিলেন পরে অবশ্য তারা ব্যাপারটি বুঝতে পারেন যে তাদের বোকা বানানো হয়েছে। এরপর থেকেই ৩২ শে মার্চ অর্থাৎ ১লা এপ্রিল দিনটি পালন করা হয় সারা বিশ্বে।

April fool day

এছাড়াও অন্যান্যদের মতে, ইউরোপে নাকি প্রথমে ১লা এপ্রিল দিনটিতে নববর্ষ উদযাপন করা হত। এরপর পোপ গ্রেগরী’র আদেশ অনুযায়ী একটি নতুন ক্যালেন্ডার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তবুও অনেকেই সেই দিনটিতে বোকামি করে নববর্ষ পালন করত। সেই সময় দিনটিতে এদের বোকা ভেবে মজা করা হত।

April fool day

উনিশ শতকের মধ্যে এই ১লা এপ্রিল তারিখটি সারা বিশ্বের চূড়ান্ত জনপ্রিয়তা পায়। এইভাবে সারা বিশ্বে এই দিনটির উদযাপন শুরু হয়। মিডিয়া রিপোর্ট অনুসারে, ১৯ শতকে ব্রিটিশরা প্রথম উদযাপন করেছিলেন এই দিনটি। সেই থেকে ভারতীয়রাও মজার ছলে ১লা এপ্রিলে সকলকে ‘এপ্রিল ফুল’ (April Fool) বানিয়ে চলেছে।