Skip to content

আমির খানকে কেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয় জানেন? এর কারণ শুনলে চমকে উঠবেন!

img 20230425 221253

বলিউড ইন্ডাস্ট্রির এক অন্যতম খান হল আমির খান (Amir Khan) যাকে মিস্টার পারফেকশানিস্টও (Mr. Perfectionist) বলা হয়। তবে কেন বলা হয় তা কি জানেন? সিনেমার পর্দায় নিজের আভিনয় দক্ষতা কি করে ফুটিয়ে তুলতে হয় তা তিনি খুব ভালোভাবে জানেন। তাইতো দর্শক না দীর্ঘ বছর ধরে আমির খানের কাছ থেকে কিছু নতুন আশা করে আসছে। এমন আমির খানও কিন্তু কোনদিন তার দর্শককে নিরাশ করেননি।

Amir Khan

আসলে আমির খান যেভাবে নিজের অভিনয় নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলে সেই কারণেই তার নাম মিস্টার পারফেকশানিস্ট (Mr. Perfectionist)। নিজের সিনেমা নিয়ে আমির খান সব সময় ভীষণ খুঁতখুতে। অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করার জন্য তিনি মাঝে মাঝে অনেক অদ্ভুত কান্ড করেন। দীর্ঘ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজস্ব ক্যারিয়ারের তিনি দর্শকদের অসংখ্য ভালো ভালো ছবি উপহার দিয়েছেন। সে  ‘থ্রি ইডিয়েটস’ই হোক বা ‘তারে জমিন পর’। তবে আপনি কি জানেন তিনি নিজের পারফরম্যান্সকে নিখুঁত করে তোলার জন্য অনেক অনেক ট্রিক্স ব্যবহার করতেন। সেগুলো কি কি তাই আজ এই প্রতিবেদনে জেনে নিন।

Amir Khan

প্রথমত, ‘গুলাম’ ছবিটি তার ক্যারিয়ারের জন্য ছিল অন্যতম মাইলস্টোন। এই ছবিতে শেষের দিকে তার অ্যাকশন দর্শকদের আজও মনে আছে। মোট ১২ দিন ধরে তিনি এই শুটিং-টি করেছিলেন। তার গায়ে অজস্র ধুলো ময়লা লাগার সত্ত্বেও তিনি ১২ দিন স্নান করেননি।

3 idiots

দ্বিতীয়ত, তিনি থ্রি ইডিয়েটস সিনেমায় তিনি মদ্যপান করা দৃশ্যগুলো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য সত্যিই মদ্যপান করেছিলেন। হঠাৎ এসব খবর শুনতে বোঝাই যাচ্ছে তিনি নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের ভালো একটি ছবি উপহার দেওয়ার জন্য অজস্র পরিশ্রম করেন আর তাই তিনি আজ সকলের তথা বলিউডের মিস্টার পারফেকশানিস্ট।