দীর্ঘদিন পরে আবারও অনুষ্কা শর্মাকে দেখা যাবে বড় পর্দায় (Biopic Of Jhulan Goswami)। ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়ে অন স্ক্রিন আসছেন অভিনেত্রী। ‘চাকদা এক্সপ্রেস’ (Chakdaha Express) ছবির শুটিং নিয়ে বর্তমানে তিনি খুবই ব্যস্ত। সেই আগের মতই রোদ জলে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে চলেছেন অভিনেত্রী। আনুশকা শর্মা (Anushka Sharma) তার ক্যারিয়ারে অসংখ্য দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন। এবার তাকে সিনেমার পর্দায় ব্যাট হাতে দেখা যাবে। ব্যাট থেকে বোলিং এবং একজন সুদক্ষ খেলোয়াড় কি কিভাবে নিজের ট্রেনিং করেন তার সবকিছু প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে। ছবিটি শুটিং শুরু হয়েছিল লন্ডনে (London)।
এই ছবির শ্যুটিং-এর সুবাদে তিনি কলকাতা, আন্দুল রাজবাড়ি এসেছিলেন। কলকাতায় এসেও তাকে শুটিং চলাকালীন খাবারের ক্ষেত্রে ডায়েটিং নিয়ম মেনে চলতে হয়েছে। এসবের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় তার বিষয়ে একটি নতুন খবর ছড়িয়ে পড়ছে। অনুষ্কা শর্মা নাকি কলকাতা (Kolkata Street Food) দুটি বিশেষ খাবারের মন্ত্রমুগ্ধ হয়েছেন। জানেন কলকাতায় অভিনয় করতে এসে অভিনেত্রী কি খেয়েছিলেন? চলুন প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইডেন (Eden Garden) থেকে আন্দুলে (Andul Rajbari) নিজের ছোট্ট মেয়ে ভামিকার (Vamika) সাথে বড় পর্দায় আসন্ন ঝুলন ছুটে বেড়াচ্ছেন। অভিনেত্রী কলকাতার খাবার খেয়ে মন্ত্রমুগ্ধ হয়েছেন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। পোস্টে দেখা গেছে আন্দুল রাজবাড়ির মাঠে পরম আনন্দে অনুশ্কা পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, মুগডাল ভাজা, চানাচুর, ছোলা সেদ্ধ দিয়ে ঝালমুড়ির (Jhalmuri) স্বাদ নিচ্ছেন। এছাড়াও বিটনুনের সাথে পেয়ারা খুব পছন্দের।
ছবিটির ক্যাপশন অনুষ্কা লিখেছেন, ‘আমার মতন এমন অদ্ভুত খাবার ঝাল মুড়ি আর পেয়ারা প্রাতরাশে কে খায়।’ সোশ্যাল মিডিয়ার ভাইরাল হচ্ছে এই ছবি আনুশকার বাঙালি ভক্তরা বেশ খুশি হয়েছেন তা দেখে। অনেক আগেই জানা গিয়েছিল অভিনেত্রী নিজের স্বাস্থ্যের প্রতি বেশ সচেতন থাকেন। ডাইট নিয়ন্ত্রণের সাথে সাথে নিয়মিত শরীরচর্চাও করেন তিনি। সন্তান হওয়ার সময় তিনি অনেকটা মোটা হয়ে গিয়েছিলেন, তাই শরীরটাকে আবারও সুন্দর করে ধরে রাখার জন্য আর ঝুলন গোস্বামীর চরিত্রটাকে রুপালি পর্দায় ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য, নিজের ওজন কমিয়েছেন। তবে নিজের প্রিয় শহরে এসে একটু অনিয়ম করাই যায়। তিনি অনেকবার মিডিয়ার কাছে স্বীকার করেছেন কলকাতা তার সবচেয়ে প্রিয় শহর।
প্রসঙ্গত অভিনেত্রী নিজের সন্তানের জন্য ক্যারিয়ার জীবন থেকে বিরত ছিলেন। তার মেয়ে হওয়ার পর এটাই তার প্রথম সিনেমা, যেখানে তিনি আবারও অন স্ক্রিন। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের জিরো (Zero) ছবিতে। তবে ছবিটি দারুন ভাবে ফ্লপ (Flop Cinema) হয়েছিল। ৫ বছর পর ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে আবারো তিনি কামব্যাক করছেন। ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২৩ সালে।