মদ্যপান (Alcohol), ধূমপান (Smoking) দুটোই আমাদের স্বাস্হ্যের পক্ষে অত্যন্ত খারাপ। তবে মহামারীর সময় আমরা দেখেছি জনমানুষ এই অ্যালকোহলের ওপর কতটা নির্ভরশীল এবং এই বিষয়বস্তু গুলির প্রতি আমাদের ভারতের অর্থনীতিও নির্ভরশীল। তাই যত যাই হোক না কেন ভারতের অর্থনীতির পিছনে এই অ্যালকোহলের গুরুত্ব রয়েছে।
সম্প্রতি, রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট পেশ করা হয়েছে তেলেঙ্গানার পশুর পালন সমবায় সমিতির তরফ থেকে। রিপোর্টে অনুযায়ী জানা গেছে, মাংস ও মদ খাওয়ার দেশ হিসাবে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে তেলেঙ্গানা (Telangana)। এখানে এক এক জনের বার্ষিক মাংস খাওয়ার পরিমাণ প্রায় ২১.৭ কেজি। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা মদ্যপানের উপর এই সমস্ত সমীক্ষাগুলি পরিচালনা করা হয়েছিল। গোটা দেশজুড়ে যত মানুষ মদ্য পান করেন, তার থেকে অনেক বেশি মদ্যপান করেন গোটা তেলেঙ্গানার জনমানুষ।
সবচেয়ে বেশি আমিষ প্রেমি মানুষ পাওয়া যায় তেলেঙ্গানাতেই। তেলেঙ্গানের দিন দিন সমস্ত পশুর মাংসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সাথে বেড়ে চলেছে মাংসের দাম। প্রতি কেজিতে ভেড়া ও ছাগলের দাম ৮০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১০০০ টাকা হয়েছে। সম্প্রতি আরও একটি সমীক্ষা থেকে দেখা গেছে যে, ভেড়া ও ছাগলের মাংসের দাম যথাক্রমে ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে রয়েছে। তবে বর্তমানে তেলেঙ্গানায় এই পশুদের মাংস বিক্রি করা হয় ১০০০ টাকায়। যেখানে তেলেঙ্গানা রাজ্যে ১৯ শতাংশেরও বেশি মানুষ মদ্য পান করে, সেখানে সারাদেশে জনসংখ্যার মদ্যপানের পরিমাণ প্রায় ১৭.৩%।
জাতীয় স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী, তেলেঙ্গানের পরেও ক্রমানুসারে যে সমস্ত দেশের মদ্যপানের পরিমাণ বাড়ছে সেই দেশ গুলি হল ছত্রিশগড়, উত্তর প্রদেশ, গোয়া, পাঞ্জাব, দিল্লী, উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহার। তথ্যগুলি থেকে বোঝাই যাচ্ছে দৈনন্দিন মজা আনন্দের জন্য আমাদের দেশের প্রতিটা রাজ্যে মদের গুরুত্ব অনেকটাই।