বর্তমানে বেশি টয়লেটের ব্যবহার ধীরে ধীরে কমে আসছে। নামিদামি হোটেল থেকে শুরু করে সাধারণ হোটেল, বিভিন্ন প্রকার শপিং মল এমনকি বাড়িতেও বৃদ্ধি পাচ্ছে ওয়েস্টার্ন কোমডের (Western Commode) ব্যবহার। তবে এ কথা সত্যি ওয়েস্টার্ন কোমডের যতই চাহিদা বাড়ুক একটা সময় পর আবার সকলেরই দেশি কোমডের ব্যবহার প্রয়োজন।
কারণ এই দেশের বেশিরভাগ মানুষই দেশি কোমড ব্যবহার করতে অভ্যস্ত। আপনি কি জানেন ওয়েস্টার্ন কোমডের তুলনায় কেন দেশি কোমড বেশি সুবিধা প্রদান করে? (Indian Toilet Better Than Western)। যদি না জানেন তবে প্রতিবেদন এই বিষয়টি জেনে নিন।
বিশেষজ্ঞদের মতে ওয়েস্টার্ন কোমডের তুলনায় ভারতীয় কোমড স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। এই কোমড (Indian Commode) ব্যবহার করার ফলে ব্যক্তির শরীরে বেশ নাড়াচাড়া করা হয়। পা থেকে মাথা অবধি একটি চাপ অনুভব হয়। অন্যদিকে ওয়েস্টার্ন কমোড (Western Commode) গুলি বেশি আরামদায়ক হওয়ার কারণে তাতে শরীরে অসুস্থ হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে এবং কোন চাপ অনুভব না হওয়ার কারণে পেট বেশি ভালোভাবে পরিষ্কার হয় না।
এছাড়াও ওয়েস্টার্ন কোমড ব্যবহারের ফলে ধীরে ধীরে শরীরে রোগ সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে। পাকস্থলীর সমস্যা দেখা দেয়। কারণ ওয়েস্টার্ন কোমডগুলি শরীরের সংস্পর্শে আসে এবং ব্যক্তির শরীরে রোগ জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায়। তবে ভারতীয় কোমড ব্যবহার করার ফলে এটি পেটের সমস্যা থেকে মুক্তি দেয় এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই টয়লেট ব্যবহার করা উচিত।