এই পৃথিবীতে প্রায়ই খবরের শিরোনামে বিভিন্ন রকমের আশ্চর্যতম সামুদ্রিক প্রাণীর হদিস পাওয়া যায়। তাদের মধ্যে বেশ কিছু প্রাণী নিজস্ব অদ্ভুত বৈশিষ্ট্যের কারণে জনমহলে আতঙ্কের সৃষ্টি করে। প্রসঙ্গে বলা যায়, অনেকেরই মতে সমুদ্রের সবচেয়ে বড় মাছ তিমি হাঙ্গর। তবে আপনি কি জানেন সমুদ্রে সবচেয়ে ভারী হারের মাছ কোনটি? তবে চলুন, এই পৃথিবীতে বিশ্বের সবচেয়ে ভারী ওজনের (Heaviest fish) মাছ কোনটি তা সম্বন্ধে জেনে নি।
হার সহ বিশ্বের সবচেয়ে ভারী মাছটি দৈত্যাকার আকৃতি সম্পন্ন। খবর সূত্রে জানা গেছে, এই মাছের ওজন ২,৭৪৪ কেজি। তবে এই মাছের লার্ভা খুবই অবাকজনক। মাছটি দেখে আতঙ্কিত হওয়া সত্ত্বেও আদোতেও এই মাছটি খুবই লাভজনক।
তিনটি প্রজাতি সম্পন্ন ৩ মিটার দৈর্ঘ্যের সমুদ্রে বসবাসকারী এই মাছটি সানফিশ (Sandfish) প্রজাতির। মাছটি মোলা (Mola) নামে পরিচিত। গভীর জলে বসবাসকারী এই মাছগুলির প্রজাতিগুলি – ১.ওশান সানফিশ (মোলা মোলা-মোলা মোলা), ২.জায়ান্ট সানফিশ (মোলা আলেকজান্দ্রিনি-মোলা অ্যালেক্সান্ডরিনি), ৩. হুডউইঙ্কার সানফিশ (মোলা টেক্টা-মোলা টেক্টা)।
এই মাছটি পূর্বে কোথায় দেখা গিয়েছিল জানেন?
এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভারী ওজনের এই মাছটি ২০২১ সালের ডিসেম্বর মাসে পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের ফয়েল দ্বীপের কাছে মৃত অবস্থায় ভাসতে দেখা গিয়েছিল। তখন ওই মোলা মাছটির (Mola Fish) দৈর্ঘ্য ছিল ৩.৫৯ মিটার এবং ওজন ছিল ২,৭৪৪ কেজি।
সূত্রানুযায়ী, সমুদ্রের সবচেয়ে ভারী মাছ মোলা আলেকজান্দ্রিনি (Mola Alexandrini) প্রথম পাওয়া গিয়েছিল জাপানের কামোগাওয়াতে ১৯৯৬ সালে। তখন ওজন ছিল ২৩০০ কেজি। তবে বর্তমানে হদিস পাওয়া মাছটি আগের তুলনায় প্রায় আধা টন বেশি, যা ২,৭০০ কেজি।
মৃত মাছটি নিয়ে এখনও গবেষণা চলছে। গবেষকদের মতে কোন বোট বা নৌকার ধাক্কায় মাথায় আঘাত লেগেই মাছটির মৃত্যু হয়। গবেষণার পর হয়তো এই বিষয়ে আরও তথ্য সামনে আসবে।
এই মাছটি অন্যতম বৈশিষ্ট্য হল – মাছটির লার্ভা। যা খুব ছোট ও তুষারকণার মতো সুন্দর দেখতে। এছাড়াও স্ত্রী সানফিশ মাছের অন্যতম বৈশিষ্ট্য হল – অন্যান্য প্রাণীদের তুলনায় এর প্রজনন ক্ষমতা অত্যন্ত বেশি। প্রায় ৩০০ মিলিয়ন ডিম্বা থাকতে পারে প্রাপ্ত বয়স্ক এই মাছে।