Skip to content

শাহরুখ খানের সুপারস্টার হওয়ার পেছনে অবদান রয়েছে এই ফ্লপ অভিনেতার, তিনি নিজে এই কথা করেছেন স্বীকার !

    img 20221107 083233

    ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে ধনী অভিনেতা হলেন জনপ্রিয় শাহরুখ খান (Shahrukh Khan)। এককথায় ভক্তদের চোখের মণি তিনি। বর্তমানে তার অভিনীত যেকোনও চরিত্রই মানুষের কাছে খুবই পছন্দের। আজ এই প্রতিবেদনে আমরা কিং খানের সম্বন্ধে একটা মজার কথা বলব।

    Sahrukh khan

    শাহরুখ খান কি আজ বলিউডের কিং (King Khan) বলা হয়, কিন্তু অনেকেই হয়তো জানেন না তার সাফল্যের পিছনে রয়েছে একজন ফ্লপ অভিনেতা। আসলে শাহরুখ খান নিজেই একটি সাক্ষাৎকারে এ কথা প্রকাশ করেছেন যে, তার অভিনেতা আরমান কোহলির কারণেই তাকে দিওয়ানা ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল। এর দরুণ তিনি জাতীয় টিভির সামনে আরমান কোহলিকে ধন্যবাদও জানিয়েছেন।

    Armaan Kohli

    ১৯৯২ সালে দিওয়ানা (Dewaana) ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন শাহরুখ খান।  এই ছবিতে তাকে দিব্যা ভারতীর (Divya Bharati) বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হল এই ছবির জন্য শাহরুখ প্রথম পছন্দ ছিলেন না।  আসলে, শাহরুখের চরিত্রটি প্রথমে আরমান কোহলিকে দেওয়া হয়েছিল এবং তিনিও ছবিটির জন্য সম্মতি দিয়েছিলেন।  এমনকী ছবির যে পোস্টার ছাপা হয়েছিল, তাতে আরমান কোহলিও ছিলেন।

    Armaan Kohli sahrukh khan

    কিন্তু সেই সময় কিছুদিন পরই আরমান বেশ কিছু ব্যক্তিগত কারণে এই ছবিটি করতে রাজি হননি। এরপর এই ছবিতে এন্ট্রি হয় শাহরুখের। ২০১৬ সালে একটি চ্যাট শো-তে শাহরুখকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমার তারকা হওয়ার পিছনে আরমান কোহলির একটি বড় হাত রয়েছে।  দিব্যা ভারতীর সঙ্গে দিওয়ানা ছবির পোস্টারে তিনি হাজির হয়েছিলেন এবং সেই পোস্টার আজও আমার কাছে আছে।  আমাকে তারকা বানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ।”