Skip to content

অধিকাংশ মানুষই ট্রেনে যাতায়াত করেন কিন্তু জানা আছে কি Train এর বাংলা অর্থ কি? ৯৯% মানুষের কাছে নেই উত্তর

কোনদিন ট্রেনে চাপেননি এমন মানুষ দেশে খুঁজে পাওয়া যাবে না। কারণ ট্রেন (Train) হল ভারতীয় জনগণদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর অন্যতম মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে চেপেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তেই খুব কম সময়ে পৌঁছে দেন। এই ট্রেনে (Indian Railway) করে বিদেশ ভ্রমণও সম্ভব।

Train

উল্লেখযোগ্য বিষয়, অন্যান্য গণপরিববনে তুলনায় ট্রেনে খুব অল্প খরচে কম সময়ের মধ্যে যাতায়াত করা সম্ভব। এই কারণেই বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলকে দেশের “লাইফলাইন” বলা হয়। যার স্থান এশিয়ার মধ্যে দ্বিতীয়। ভারতীয় রেলের প্রতিদিনের নতুন নতুন খবর জানার জন্য আগ্রহী হয়ে থাকেন জনগণ। কিছু কিছু এমনও প্রসঙ্গ রয়েছে যা জানার পরে জনমানুষের ঘুম উড়ে যায়। এতবার ট্রেন চাপলেও, কখনও ভেবে দেখেছেন যে, “ট্রেন”-কে বাংলায় কি বলে? শুনতে অবাক লাগলেও ট্রেনের একটি বাংলা নাম আছে।

আজকের প্রতিবেদনে আমরা সেই প্রসঙ্গটি উপস্থাপন করলাম। মূলত, ট্রেন শব্দের উৎপত্তি হয়েছিল ফরাসি শব্দ “ট্রেনার” থেকে। ইংরেজি ‘ট্রেন’ শব্দটি এক ধরনের বিশেষ পরিবহনকে বোঝানো হয়। সাধারণত ‘ট্রেনের’ (Train) সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য কিংবা মানুষ পরিবহণ করার ক্ষেত্রে এটি ব্যবহার হয়।

Train

ট্রেন শব্দটি একটি সংক্ষিপ্ত রূপ, যার ইংরেজিতে পুরো নাম “Tourist Railway Association Inc.” শুনতে অবাক লাগলেও, ট্রেনের প্রকৃত বাংলায়  “লৌহপথগামিনী” বা “লৌহশকট” বলা হয়। এই ব্যাপারটি সকলেরই অজানা। অনেক জ্ঞানী মানুষরাও এই নামটি সম্পর্কে জানেন না।