একটা মাত্র জীবনে মানুষের অভিজ্ঞতার শেষ নেই। জীবনে যত অভিজ্ঞতা হবে, তত তুমি আরও সফল হতে পারবে। তবে পৃথিবীর প্রায় সব মানুষেরই শেষ বয়সে এসে অনুশোচনার সৃষ্টি হয় অথবা কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে থাকে। জীবনে অজস্র ত্যাগের কারণে শেষ হয়ে যায় সব চাওয়া-পাওয়া। জানেন কোন বিষয়গুলো বাধ্যর্ক বয়সে মানুষকে চিন্তিত করে থাকে।
১) কাজের চাপে জীবনকে উপভোগ করতে না পারা
বর্তমানে পৃথিবীর মানুষ একটা জিনিসই বোঝে আর সেটাকে প্রাধান্য দেয়, তা হল টাকা। যারা এমন চিন্তা-ভাবনা করে তারা ভীষণই কাজ পাগল মানুষ। তবে যে কারণে টাকা উপার্জন করেন, সেই তুলনায় জীবন উপভোগ করতে পারেন না তারা। জীবনে শুধু কাজ নিয়ে থাকলে সখ পূরণ হয় না। ফলে শেষ জীবনে এসে প্রচুর অর্থ থাকলেও জীবনের আসল সুখের জন্য আফসোস করতে হয়।
২) কোনও দিন ভ্রমণ না করলে
অনেকেই আছেন যারা জীবনে প্রচুর অর্থ উপার্জন করা সত্ত্বেও মিলে মিশে থেকে ভ্রমণ করেননি আর এটাই জীবনের শেষে সবচেয়ে বড় আক্ষেপ হয়ে দাঁড়াবে।
৩) মানুষকে সাহায্য না করে
জীবনে অনেক অর্থ রোজগার করা সত্ত্বেও যদি মানুষকে সাহায্য করা থেকে বিরত থাকেন তাহলে এই অনুশোচনা আপনাকে সারাজীবন করতে হবে।
৪) উপায় থাকা সত্ত্বেও স্বপ্ন পূরণের চেষ্টা না করে
স্বপ্ন ছাড়া জীবন অসম্পূর্ণ। তাই শুধু অর্থের পিছনে না ছুটে সাথে নিজের স্বপ্ন পূরণ না করলে জীবনের মৃত্যু অবধি আফসোস করবেন।
৫) সবশেষে আপনাকে জীবনে রিস্ক নিতেই হবে। মাঝে মাঝে জীবনে রিস্ক থেকে অনেক অভিজ্ঞতা পাবেন।