ধূমপান স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর (Smoking is very harmful to health), এই বাক্যটি টেলিভিশন থেকে শুরু করে যে কোনও জায়গায় বিজ্ঞাপন দিতে দেখা যায়। যারা নিজেরাও নিয়মিত ধূমপান করেন আবার তারাই এই বিষয়ে জনগণকে প্রতিদিন সতর্ক করেন।
অনেকের মতেই, চা এর সাথে সিগারেটের একটি টান দিলেই সমস্ত ক্লান্তি নিমেষে মধ্যেই দূর হয়ে যায়। তবে সত্যিই এই ধূমপান থেকে কি সুখ পাওয়া যায়, হয়তো তারাই জানেন। তবে ধূমপান করা ব্যাক্তিরা এটা হয়তো জানেন না যে বাংলায় সিগারেটকে কি বলা হয়। ইংরেজি শব্দ সিগারেটের (Cigarette) একটি বাংলা অর্থ রয়েছে। আমরা আপনাদের এই প্রতিবেদনটির মাধ্যমে আজ এই বিষয়ে বিস্তারিত জানাব।
ধূমপানের কারণে প্রতিবছর ৭০ লক্ষের অধিক মানুষ মৃত্যু বরণ করেন। বিজ্ঞানী ও ডাক্তারদের মতে এই সংখ্যা ২০২৩ সালের মধ্যে পার করতে পারে ৮০ লক্ষ। তামাকের ধোঁয়ায় ৭ হাজারেরও বেশি রাসায়নিক যৌগ রয়েছে। এর মধ্যে ২৫০ টি যৌগ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ক্যান্সারের মতো ভয়াবহ মারণ রোগ এই সিগারেট থেকেই হয়। সিগারেটের বাক্সেও ভয়ঙ্কর ছবি দিয়ে এই সতর্কতা দেওয়া থাকলেও মানুষজন সেটা এড়িয়ে চলে। নেশায় আসক্ত হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ।
প্রতিবছর যেকোনও সময়ই নতুন ধরনের নতুন নতুন ফ্লেভারের সিগারেট বাজারে আসে। দিনে দিনে ক্রেতাদের আরও চাহিদা বাড়ছে। সম্প্রতিকালে ই-সিগারেট বেশ ভালোই বাজার দখল করেছে। অনেকের মতে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে আমেরিকান হার্ট স্পেশালিস্টদের মতে, যারা রোজ ধূমপান করেন তাদের তুলনায় যারা ই-সিগারেট (E-Cigarette) পান করেন তাদের কম বয়সে ১৫ শতাংশ-এর বেশি স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে।
জানেন সিগারেটকে বাংলায় কি বলে? আজ জেনে নিন। সিগারেট হল একটি ইংরেজি শব্দ। আমরা বর্তমান জীবনধারায় প্রতিদিন এমন অনেক শব্দ ব্যবহার করি, যা ইংরেজি শব্দ। সিগারেট অতি প্রচলিত একটি শব্দ যার বাংলা অর্থ হল ‘ধূমপান দণ্ড’। বেশিরভাগ মানুষেই বর্তমানে প্রায় সমস্ত শব্দ ইংরেজিতে ব্যবহার করে, তাই সব শব্দের বাংলা অর্থ আজ হারিয়ে গিয়েছে।